বিষয়বস্তুতে চলুন

তিফা ইন ট্রাবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিফা ইন ট্রাবল
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআহসান রহিম
প্রযোজকআলী জাফর
রচয়িতাআলী জাফর
আহসান রহিম
দানিয়াল জাফর
শ্রেষ্ঠাংশেআলী জাফর
মায়া আলী
বর্ণনাকারীআলী জাফর
সুরকারআলী জাফর
শনি আরশাদ (আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকজৈন হালিম
সম্পাদকআহসান রহিম
তাহা আলী
প্রযোজনা
কোম্পানি
লাইটিঙ্গেল প্রোডাকশন্স
পরিবেশকমন্ডবিওয়ালা এন্টারটেইনমেন্ট
জেও ফিল্মস
মুক্তি
  • ২০ জুলাই ২০১৮ (2018-07-20)
[]
স্থিতিকাল২ ঘণ্টা ৩৫ মিনিট[]
দেশপাকিস্তান
ভাষাউর্দু
নির্মাণব্যয়মার্কিন$১.৫ million[]
আয়৫০ কোটি রূপী[]

তিফা ইন ট্রাবল (উর্দু: طیفا اِن ٹرَبل‎) হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি পাকিস্তানি উর্দু চলচ্চিত্র। চলচ্চিত্রটি সহিংস-হাস্য এবং প্রেমমূলক ধাঁচের ছিলো।[] চলচ্চিত্রটির পরিচালক আহসান রহিম যিনি পাকিস্তানের প্রচুর টেলিভিশন বিজ্ঞাপন পরিচালনা করেছেন তার ট্যাডপোল ফিল্মস ব্যানারের মাধ্যমে, এছাড়া তিনি অনেক সঙ্গীত ভিডিও বানিয়েছেন। চলচ্চিত্রটিতে নায়ক ছিলেন আলী জাফর যিনি আগে চলচ্চিত্রে অভিনয় করলেও ভারতীয় হিন্দি চলচ্চিত্রে করতেন কিন্তু এটিই ছিলো তার নিজের দেশের প্রথম চলচ্চিত্র যেটাতে তিনি নায়ক ছিলেন আর নায়িকা হিসেবে ছিলেন পাকিস্তানেরই টেলিভিশন নাটকের অভিনেত্রী মায়া আলীমায়া আলী অভিনীত এটাই ছিলো প্রথম চলচ্চিত্র। আলী জাফর তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান লাইটিঙ্গেল প্রোডাকশন্স দ্বারা এই প্রথম চলচ্চিত্রের প্রযোজনার কাজে হাত দিয়েছিলেন এই চলচ্চিত্রটির মাধ্যমে।[]

২০১৬ সালে চলচ্চিত্রটি বানানোর পরিকল্পনা শুরু করেন আলী জাফর, রহিম এবং দানিয়াল, তারা কাহিনী এবং চিত্রনাট্য নিয়ে আলোচনা করছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ শুরু হয়ে যায় লাহোরে এবং জুলাই মাসে পোল্যান্ডে শুরু হয় দ্বিতীয় চিত্রগ্রহণের কাজ। আলী জাফর চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং শনি আরশাদ ছিলেন আবহ সঙ্গীত পরিচালক। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৮ সালের ২০শে জুলাই, চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্বে ছিলো মন্ডবিওয়ালা ফিল্মস এবং জেও ফিল্মস, সমগ্র পাকিস্তানে এই দুটি প্রতিষ্ঠানই চলচ্চিত্রটি পরিবেশন করেছিলো।[] ভারতের খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস চলচ্চিত্রটির ভারতে পরিবেশন এবং আন্তর্জাতিক প্রচারণা-পরিবেশনার দায়িত্বে ছিলো আলী জাফরের অনুরোধে।[] আলী জাফরের প্রযোজনায় চলচ্চিত্রটি ছিলো ২০১৮ সালে পর্যন্ত পাকিস্তানের চলচ্চিত্র জগতের সবচেয়ে বেশি ব্যয়বহুল চলচ্চিত্র (নির্মাণের দিক দিয়ে)।[] চলচ্চিত্রটি ছিলো পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[১০] চলচ্চিত্রটিতে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর সিংকে নেওয়ার কথা ভাবা হয়েছিলো যদিও পরে তার একটি চিত্র ব্যবহার করা হয়েছিলো এই চলচ্চিত্রটির শেষের একটি দৃশ্যে।[১১]

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

তিফা হচ্ছে লাহোরে থাকা এক গরীব ছেলে কিন্তু সে আবার একজন ভদ্র মাস্তান যে ব্যবসায়ী বাট সাহেবের জন্য কাজ করে, যদিও বাট সাহেবও চোরাকারবারী করে। বাট সাহেবের বন্ধু বঞ্জো পোল্যান্ডে থাকে আর তার মেয়ে আনিয়ার সঙ্গে বিয়ে দিতে চায় বাট কিন্তু বঞ্জো রাজী হয়না, তাই বাট তিফাকে পোল্যান্ডে পাঠায় চালাকি করে আনিয়াকে পাকিস্তানে নিয়ে আসার জন্য যাতে করে বাটের ছেলের সঙ্গে আনিয়ার বিয়ে দেওয়া সম্ভব হয়ে পড়ে খুব সহজে। তিফা পোল্যান্ডে যেয়ে আনিয়াকে চালাকি করে আনতে যেয়ে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় আর তিফা আর আনিয়া দুজনই দুজনকে একে অপরকে পছন্দ করে ফেলে।

পাকিস্তানে নিয়ে আসে তিফা আনিয়াকে কিন্তু বাট সাহেবের কাছে তুলে দেয়, বাট সাহেব তার ছেলের সঙ্গে আনিয়াকে বিয়ের দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তবে বিয়ের দিন আনিয়া অনুষ্ঠান থেকে পালাতে যেয়ে তিফাও তার সঙ্গে পালায়, তিফা যে তাকে ভালোবাসে সেটা আনিয়া বুঝতে পারে। বঞ্জো বিদেশ থেকে পাকিস্তানে আসে এবং তিফা অনেক মার খায় তবে শেষে আনিয়াও যেহেতু তিফাকে ভালোবাসে তাই তিফার বিয়ে আনিয়ার সঙ্গেই হয়।

অভিনয়ে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ali Zafar unveils teaser of Teefa in Trouble in great style at PSL opening ceremony"Something Haute। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৮
  2. "Teefa in Trouble (ME Cinemas)"। ২৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮
  3. Maliha Rehman (৭ এপ্রিল ২০১৮)। "I thought PSL was a great way of promoting Teefa In Trouble, says Ali Zafar"Dawn Images। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮
  4. "'Teefa in Trouble' crosses Rs 50 crore run at the box office"Daily Times। ১ এপ্রিল ২০১৯। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯
  5. Ali Zafar [@AliZafarsays] (২৯ জুলাই ২০১৮)। "#TeefainTrouble" (টুইট)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ টুইটার এর মাধ্যমে।
  6. Ahmed Sarym (৩১ আগস্ট ২০১৭)। "In case of criticism, Danyal will have to prove himself on his own: Ali Zafar on brother Danyal"The Express Tribune। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৭
  7. Mohammad Nasir (৯ জুন ২০১৮)। "Ali Zafar's 'Teefa in Trouble' set to release worldwide on July 20"The News। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮
  8. "'Teefa in Trouble' team joins hands with India's Yash Raj Films"The Express Tribune। ৮ জুন ২০১৮। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮
  9. Bilal Agha (২৩ জুলাই ২০১৮)। "Teefa in Trouble makes for a splendidly directed film"Dawn। ২৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮
  10. "'طیفا ان ٹربل' نے 50 کروڑ سے زائد کا بزنس کرلیا"Daily Jang (উর্দু ভাষায়)। ২ এপ্রিল ২০১৯। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯طیفا اِن ٹربل دُنیا بھر میں 50 کروڑ روپے کا بزنس کرنے والی پاکستان کی تیسری فلم بن گئی ہے۔
  11. "আলি জাফরের তিফা ইন ট্রাবল-এ কি সত্যিই দেখা যাবে রণবীর সিং-কে? একটা পোস্টারের মাধ্যমে টুইটারে জানা গেছে সিনেমার শেষ অংশে রণবীর সিং-কে দেখা যাবে। সত্যিই কি তাই?"movies.ndtv.com (Bengali)। ২৫ জুলাই ২০১৮। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০
  12. "WHOA! RANVEER SINGH makes a special appearance in Ali Zafar's Pakistani film Teefa In Trouble!"Bollywood Hungama। ২৩ জুলাই ২০১৮। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]