তারিখে দিমাস্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারিখে দিমাস্ক
লেখকইবনে আসাকির
দেশদামেস্ক
ভাষাআরবি
বিষয়ইতিহাস

তারিখ দিমাস্ক আল-কাবির বা তারিখে দিমাস্ক বা তারিখে ইবনে আসাকির যার পূর্ণ নাম তারিখু মাদিনাতি দিমাস্ক আল-কাবির (আরবি :تاريخ مدينة دمشق ;ইংরেজি: Tarikhu Madinati Dimask Al-Kabir) হল দামেস্কে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে এটি একটি অন্যতম প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ । যা দামেস্ক শহরের কল্যাণ ও বৈশিষ্ট্য সমূহের বিবরণ সহ দামেস্কে বসবাসকারী বা পরিদর্শনকারী গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিদের জীবনী এতে লিপিবদ্ধ রয়েছে ।[১] ইসলামের হাদিস বিজ্ঞানের তথা উলুমুল হাদিসের রিজাল শাস্ত্র বিষয়ক আলোচনা এতে রয়েছে এবং এটি কেবল "ইলমুর রিজাল" তথা হাদিস বর্ণনাকারীদের মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আলোচনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে ।

গ্রন্থকার[সম্পাদনা]

এই গ্রন্থটির রচয়িতা হলেন- আল-হাফিজুল মুআররিখ আলি ইবনুল হাসান ইবনে হিবাতিল্লাহ ইবনে আবদিল্লাহ, সিকাতুদ্দিন আবুল-কাসিম, যিনি ইবনে আসাকির আল-দিমাশকি আল-শাফিই আল-আশআরী নামে পরিচিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. موارد ابن عساكر في تاريخ دمشق - طلال سعود الدعجاني