তামারা বুনকে
তানিয়া Tamara Bunke aka Tania | |
---|---|
![]() Bunke in 1962 wearing the tilted beret of the newly formed Cuban People's Defence Militia | |
জন্ম | Haydée Tamara Bunke Bider ১৯ নভেম্বর ১৯৩৭ |
মৃত্যু | আগস্ট ৩১, ১৯৬৭ | (বয়স ২৯)
মৃত্যুর কারণ | যুদ্ধক্ষেত্রে মৃত্যু |
সমাধি | চে গেভারা স্মৃতিসৌধ সান্তা ক্লারা, কিউবা |
পেশা | সাম্যবাদী বিপ্লবী, কিউবার গোয়েন্দা |
প্রতিষ্ঠান | National Liberation Army (Bolivia) |
হাইদি তামারা বুনকে বিদার (ইংরেজি: Haydée Tamara Bunke Bider) (১৯ নভেম্বর, ১৯৩৭- ৩১ আগস্ট ১৯৬৭), যিনি তানিয়া বা গেরিলা তানিয়া নামে অধিক পরিচিত, ছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভুত পূর্ব জার্মান কমিউনিস্ট বিপ্লবী এবং গোয়েন্দা। তিনি কিউবা বিপ্লবের পর কিউবা সরকার এবং লাতিন আমেরিকান বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[১] তানিয়াই একমাত্র নারী যিনি চে গেভারার নেতৃত্বে মার্কসবাদী বিপ্লবীদের সাথে চে গেভারার নেতৃত্বে বলিভিয়ান সরকারের বিরুদ্ধে বিপ্লবে অংশ নেন এবং তিনি সিআইএ-সহযোগী বলিভীয় সেনা আক্রমণে এক এম্বুসে নিহত হন।[১]
বলিভিয়ার প্রত্যন্ত অঞ্চল ভাদো ডেল ইসোর এক বিকেল। গেরিলাদের খাবার ফুরিয়ে যায়। গেরিলা তানিয়ার সারা শরীরে ক্ষত-তার উপর সন্তান সম্ভবা। ওই অবস্থাতেও সেদিন ৩১ আগস্ট ১৫ জন গেরিলাকে নেতৃত্ব দিয়ে মাথায় বিস্কুটের বাক্স, পিঠে বোঝাই অস্ত্রসমেত কোমর জলে তিনি যখন রিও গ্রাদে নদী পাড়ি দিচ্ছেন। তাকে গুলি করে বলিভিয়ান আর্মি। প্রথম গুলি হাত ফুটো করে বেরিয়ে যায়। তারপর সোজাসুজি ফুসফুস ভেদ। সাথে আরও ৮ জন গেরিলার মৃত্যু। মৃতদেহ নদীতে ভেসে গিয়েছিলো। নদী পেরিয়ে একটু খাবার আর আশ্রয় ছিলো তাদের উদ্দেশ্য। এরপর ৬ সেপ্টেম্বর দেহ নদীতে ভাসতে দেখা যায়। যখন তানিয়াকে রেডিওতে মৃত ঘোষণা করা হয় তখন চে গেভারা মন্টেন ড্রাই ফরেস্ট-এর দুর্গম এলাকার একটি জঙ্গল পার হচ্ছিলেন। চে বিশ্বাস করতে পারেন নি এই খবর। বলিভিয়ান সৈন্যরা নদীতে ভাসতে থাকা মৃতদেহগুলোকে নর্দমার পিটে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একজন স্থানীয় মহিলা স্বেচ্ছায় এগিয়ে এসে স্ব-উদ্যোগে খ্রিস্টান ধর্মমতে দেহ দাফন করেন।
অতিরিক্ত পাঠ[সম্পাদনা]
- Tania, the Woman Che Guevara Loved, by José Antonio Friedl Zapata, Planeta, 1997, আইএসবিএন ৯৭৮-৩-৩৫১-০২৪৬৫-৯
- Tania: Undercover With Che Guevara in Bolivia, by Ulises Estrada, Ocean Press (AU), 2005, আইএসবিএন ১-৮৭৬১৭৫-৪৩-৫
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Haydée Tamara Bunke Bider: the woman who died with Che Guevara by Christine Toomey, The Sunday Times, August 10, 2008
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Images of Tania
- Members of Che Guevara's Guerrilla Movement in Bolivia - by the Latin American Studies Organization