তড়িৎ-ধাতুবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তড়িৎ ধাতুবিজ্ঞান

ধাতুবিজ্ঞানের যে শাখায় কীভাবে তড়িৎশক্তি ব্যবহার করে বৈদ্যুতিক প্রক্রিয়াসমূহ (যেমন তড়িৎবিশ্লেষণ) ধাতুকে গলিয়ে আকরিক থেকে নিষ্কাশন বা পৃথক করা হয়, ধাতুর পরিশোধন করা হয়, সংকর ধাতু প্রস্তুত করা হয় কিংবা ধাতুর প্রলেপ তৈরী করা হয়, সেই ব্যাপারগুলি গবেষণা করা হয়, তাকে তড়িৎ-ধাতুবিজ্ঞান (ইংরেজি: Eletrcometallurgy) বলে। সাধারণত ধাতু উৎপাদনের শেষ ধাপে তড়িৎ-ধাতুবৈজ্ঞানিক পদ্ধতিগুলি প্রয়োগ করা হয়, এর আগে তাপ-ধাতুবিজ্ঞানউদ্‌ধাতুবিজ্ঞান-সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হয়।[১]

তড়িৎপ্রবাহের ফলে যে তড়িৎ-রাসায়নিক ক্রিয়ার সৃষ্টি হয়, তার ফলে ধাতব যৌগগুলির বিজারণ ঘটে এবং এভাবে ধাতু পৃথক বা পরিশোধন করা যায়। তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়াটি বিগলিত ধাতব অক্সাইডের উপরে প্রয়োগ করা যায় (বিগলিত তড়িৎবিশ্লেষণ)। যেমন এভাবে হল-এরো প্রক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন করা যায়। তড়িৎবিশ্লেষণকে তাপ-ধাতুবৈজ্ঞানিক পদ্ধতিতে ধাতু উৎপাদনের সর্বশেষ পরিশোধন ধাপ হিসেবে ব্যবহার করা যায় (তড়িৎ-পরিশোধন)। এছাড়া এটিকে উদ্‌ধাতুবৈজ্ঞানিক পদ্ধতিতে সৃষ্ট একটি জলীয় ধাতব লবণের দ্রবণ থেকে ধাতুকে বিশ্লিষ্ট করার (তড়িৎ-নিষ্কাশন) কাজেও ব্যবহার করা হয়।

প্রক্রিয়াসমূহ[সম্পাদনা]

তড়িৎ-ধাতুবিজ্ঞান ক্ষেত্রটি ধাতুর তড়িৎ-আস্তরণ (Electrophoretic deposition বা electrodeposition)। এই প্রক্রিয়াগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়:

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Electrometallurgy", Physical Chemistry of Metallurgical Processes (ইংরেজি ভাষায়), John Wiley & Sons, Ltd, পৃষ্ঠা 523–557, ২০১৬, আইএসবিএন 978-1-119-07832-6, ডিওআই:10.1002/9781119078326.ch12, সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  2. Popov, K. I. (Konstantin Ivanovich) (২০০২)। Fundamental aspects of electrometallurgy |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Djokić, Stojan S., Grgur, Branimir N., 1965-। New York: Kluwer Academic/Plenum Publishers। আইএসবিএন 0-306-47564-2ওসিএলসি 51893969 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]