ড্যানিয়েল পাউলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানিয়েল পাউলি
জন্ম (1946-05-02) ২ মে ১৯৪৬ (বয়স ৭৭)
জাতীয়তাফ্রান্স
মাতৃশিক্ষায়তনকিয়েল বিশ্ববিদ্যালয়, জার্মানি
পরিচিতির কারণSea Around is Project
Shifting Baselines
FishBase
পুরস্কারটেমপ্লেট:No Wrap
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রসামুদ্রিক জীববিজ্ঞান মাৎস্যবিজ্ঞান

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ড্যানিয়েল পাউলী ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি বেড়ে ওঠেন সুইজারল্যান্ডে। তিনি জার্মানীর কিয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

খ্যাতির কারণ[সম্পাদনা]

পাউলি ELEFAN (ELectronic Length Frequency Analyses) প্রবর্তন করেন যা ব্যবহার করে Length-Frequency Data বিশ্লেষণ করে মাছের মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। এছাড়া তিনি FishBase নামক একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। এই ওয়েবসাইটেে প্রায় ৩০,০০০ বিভিন্ন মাছ ও মৎস্যবিদ্যা সম্পর্কে তথ্য আছে।

মত[সম্পাদনা]

ড্যানিয়েল পাউলি মনে করেন যে, সরকার মাছ মারার যে জাহাজগুলোকে সুবিধা দেয় সেগুলো বন্ধ করে সামুদ্রিক অভয়াশ্রম প্রতিষ্ঠা করা উচিত। তাহলে সামুদ্রিক মাছ রক্ষা পাবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  • Professor Daniel Pauly Biography in UBC fisheries Center Website.
  • Scientific American, December 2003, p. 59.
  • www.fishbase.org
  • Powell, G,(2002). Lifelines:Daniel Pauly, Nature 421:22-23
  • Daniel Pauly's M.Sc Thesis (1973)