ডেসি-

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডেসি- (প্রতীক d) হলো মেট্রিক ব্যবস্থায় এককের একটি দশভিত্তিক উপসর্গ। ডেসি দ্বারা এককের এক দশমাংশ নির্দেশ করা হয়। ১৭৯৩ সালে এককের উপসর্গ হিসেবে এটি সর্বপ্রথম প্রস্তাবিত হওয়ার পর[১] ১৭৯৫ সালে এটি গৃহীত হয়। উপসর্গটি একটি ল্যাটিন শব্দ "ডেসিমাস" (decimus) থেকে, যার অর্থ এক দশমাংশ। ১৯৬০ সাল থেকে উপসর্গটি আন্তর্জাতিক একক পদ্ধতিতে (এসআই পদ্ধতি) ব্যবহৃত হয়ে আসছে।[২][৩] যদিও এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এসআই নয়, এমন একটি একক ডেসিবেল-এ। কোনো একটি উৎসের সাপেক্ষে শব্দের তীব্রতা ও আরো বেশ কয়েকটি অনুপাত প্রকাশে ডেসিবেল একক ব্যবহৃত হয়।

রন্ধনপ্রণালীতে ডেসিলিটার একক অতি সাধারণ। এমনকি বেশ কিছু ইউরোপীয় বাড়িতে আটা, পানি ইত্যাদি মাপার জন্য ডেসিলিটার একক ব্যবহৃত হয়।

ব্যবহারের উদাহরণ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Commission temporaire de Poids & Mesures rêpublicaines, En exécution des Décrets de la Convention Nationale (১৭৯৩)। Instruction abrégée sur les mesures déduites de la grandeur de la Terre; uniformes pour toute la Rêpublique, et sur les Calculs relatifs à leur division décimale (French ভাষায়) (Edition originale সংস্করণ)। Paris, France: De l´imprimerie nationale exécutive du Louvre। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৯ 
  2. The International System of Units (Si): The Metric System। DIANE Publishing। ১৯৯২। পৃষ্ঠা 30। আইএসবিএন 9780941375740 
  3. "Resolution 12 of the 11th CGPM"BIPM। ১৯৬০। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  4. "Universcale: From the nanoworld to the universe — The worlds we measure using our infinite yardstick."Nikon। ২০১৩। ২০১৭-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৮