ডেথ নোট (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেথ নোট (চলচ্চিত্র)
চলচ্চিত্রটির একটি পোস্টার। এতে বামে লাইতো (তাসুইয়া ফুজিওয়ারা) এবং ডানে এল (কেনিচি মাসুইয়ামা)-কে দেখা যচ্ছে।
ধরনগোয়েন্দা কাহিনী, রোমাঞ্চকর, রহস্য কাহিনী
অ্যানিমে
ডেথ নোট
পরিচালকShūsuke Kaneko
স্টুডিওনিপ্পন টেলিভিশন, ওয়ার্নার ব্রস[১]
অ্যানিমে
ডেথ নোট দা লাষ্ট নেম
পরিচালকShūsuke Kaneko
স্টুডিওনিপ্পন টেলিভিশন, ওয়ার্নার ব্রস[১]
 আনিমে এবং মাঙ্গা প্রবেশদ্বার

ডেথ নোট বিখ্যাত জাপানী এনিমে ডেথ নোট অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র। পরিচালনা করেছেন Shūsuke Kaneko। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে নিপ্পন টেলিভিশন। চিত্রায়িত হয়েছে জাপানে

কাহিনী[সম্পাদনা]

ইয়াগামি লাইতো জাপানের কান্টোতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। স্কুল থেকেই মেধাবী হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তার বাবা জাপান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সুবাদে বাবার কম্পিউটারে হ্যাক করে সে পুলিশ বিভাগের অনেক গোপন খবর জানতে পারে। আইনের প্রতি তার শ্রদ্ধা ছিল, কিন্তু হ্যাক করার পর সে দেথতে পায় আইন ও বাস্তবতায় কতো পার্থক্য, কত দাগী আসামীর কোন বিচার হচ্ছেনা, আবার অনেক নিরপরাধীর বিচার হচ্ছে। এ নিয়ে সে বিশেষ উদ্বিগ্ন ছিল। এমন সময় তার হাতে আসে ডেথ নোট

ম্যাংগা ও এনিমের সাথে পার্থক্য[সম্পাদনা]

এনিমেম্যাংগার সাথে চলচ্চিত্রের বেশ কিছু পার্থক্য রয়েছে। মূল পার্থক্য তৃতীয় কিরাকে নিয়ে। এনিমেতে তৃতীয় কিরা যে ছিল চলচ্চিত্র তাকে দেখানো হয়নি।

অভিনয়ে[সম্পাদনা]

  • ইয়াগামি লাইতো: Tatsuya Fujiwara
  • এল: Ken'ichi Matsuyama
  • রিউক (কন্ঠ): Shidō Nakamura
  • ইয়াগামি: Takeshi Kaga
  • আমানে মিসা: Erika Toda
  • রেই পেনবার: Shigeki Hosokawa
  • মিসোরা নাউমি: Asaka Seto
  • শিয়োরি: Yū Kashii
  • রেম (কন্ঠ): পিটার
  • সায়ু ইয়াগামি: Hikari Mitsushima
  • ইয়াগামি: Michiko Godai
  • ওয়াতারি: Shunji Fujimura
  • মাতসুডা: Sōta Aoyama
  • আইযাওয়া: Shin Shimizu
  • উকিতা: Tatsuhito Okuda
  • মোগি: Ikuji Nakamura
  • কিয়মি তাগাদা: Nana Katase

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Official Death Note live-action movie website" (জাপানি ভাষায়)। ওয়ার্নার ব্রস। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]