ডি মর্গান পদক
অবয়ব
ডি মর্গান পদক | |
---|---|
প্রদানের কারণ | গণিতশাস্ত্রের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ গণিতবিদদেরকে প্রদান করা হয় |
দেশ | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | লন্ডন ম্যাথমেটিকাল সোসাইটি |
প্রথম পুরস্কৃত | আর্থার কেলি,১৮৮৪ সালে |
ওয়েবসাইট | http://www.lms.ac.uk |
ডি মর্গান পদক গণিতে অসামান্য অবদানের জন্য একটি পুরস্কার। যা লন্ডন ম্যাথমেটিকাল সোসাইটি কর্তৃক প্রদান করা হয়। এটি উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত সবচেয়ে সম্মানজনক পুরস্কার। যা সোসাইটির প্রথম সভাপতি অগাস্টাস ডি মরগানের স্মরণে প্রদান করা হয়।
এই পদকটি প্রতি তিন বছর পর পর পহেলা জানুয়ারিতে যুক্তরাজ্যের একজন গণিতবিদকে (যুক্তরাজ্যে বসবাসকারী গণিতবিদ) দেওয়া হয়। পদক প্রদানের একমাত্র ভিত্তি হল গণিতে তাঁর অবদান।
১৯৬৮ সালে ব্রিটিশ গণিতবিদ মেরি কার্টরাইট প্রথম মহিলা গণিতবিদ হিসেবে এই পদক পান। [১]
পদক বিজেতা
[সম্পাদনা]ডি মরগান পদক প্রাপ্তদের তালিকা:[২]
- ১৮৮৪ আর্থার কেলি
- ১৮৮৭ জেমস জোসেফ সিলভেস্টার
- ১৮৯০ লর্ড রেলে
- ১৮৯৩ ফেলিক্স ক্লেইন
- ১৮৯৬ এস. রবার্টস
- ১৮৯৯ উইলিয়াম বার্নসাইড
- ১৯০২ এ.জি. গ্রিনহিল
- ১৯০৫ এইচ.এফ. বেকার
- ১৯০৮ জে.ডব্লিউ.এল. গ্লেশার
- ১৯১১ হোরেস ল্যাম্ব
- ১৯১৪ জে. লারমোর
- ১৯১৭ ডব্লিউ.এইচ. ইয়ং
- ১৯২০ ই.ডব্লিউ. হবসন
- ১৯২৩ পি.এ. ম্যাকমোহন
- ১৯২৬ অগাস্টাস এডওয়ার্ড হুফ
- ১৯২৯ জি.এইচ. হার্ডি
- ১৯৩২ বার্ট্রান্ড রাসেল
- ১৯৩৫ ই.টি. হুইটেকার
- ১৯৩৮ জে.ই. লিটলউড
- ১৯৪১ লুই মর্ডেল
- ১৯৪৪ সিডনি চ্যাপম্যান
- ১৯৪৭ জর্জ নেভিল ওয়াটসন
- ১৯৫০ এ.এস. বেসিকোভিচ
- ১৯৫৩ ই.সি. টিচমার্শ
- ১৯৫৬ জিআই টেইলর
- ১৯৫৯ ডব্লিউ.ভি.ডি. হজ
- ১৯৬২ ম্যাক্স নিউম্যান
- ১৯৬৫ ফিলিপ হল
- ১৯৬৮ মেরি কার্টরাইট
- ১৯৭১ কার্ট মাহলার
- ১৯৭৪ গ্রাহাম হিগম্যান
- ১৯৭৭ সি.অ্যামব্রোস রজার্স
- ১৯৮০ মাইকেল ফ্রান্সিস আটিয়া
- ১৯৮৩ কে.এফ. রথ
- ১৯৮৬ ক্যাসেল
- ১৯৮৯ ডি.জি. কেন্ডেল
- ১৯৯২ আলব্রেখট ফ্রোহেলিচ
- ১৯৯৫ হাইম্যান
- ১৯৯৮ রানকিন
- ২০০১ জে.এ. গ্রিন
- ২০০৪ রজার পেনরোজ
- ২০০৭ ব্রায়ান জন বার্চ
- ২০১০ কিথ উইলিয়াম মর্টন
- ২০১৩ জন গ্রিগ্স টম্পসন
- ২০১৬ টিমোথি গাওয়ার্স
- ২০১৯ অ্যান্ড্রু ওয়াইলস
- ২০২২ জন এম. বল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 🖉"Prizes, Awards, and Honors for Women Mathematicians"। mathwomen.agnesscott.org।
- ↑ List of LMS prize winners, LMS website, accessed July 2011