ডি. এম. ধর্মাধিকারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেবদত্ত মাধব ধর্মাধিকারী (জন্ম: ১৪ আগস্ট ১৯৪০) হলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারক। তিনি ৫ মার্চ ২০০২-এ অফিসে আসেন এবং ১৩ আগস্ট ২০০৫-এ অবসর গ্রহণ করেন। এর আগে ২৫ জানুয়ারী ২০০০-এ তিনি গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তাঁর পিতা যশবন্ত ধর্মাধিকারীও একজন সিনিয়র আইনজীবী ছিলেন। [১] [২] যখন ধর্মাধিকারির কমিটি অন্ধ্রপ্রদেশে ৬১৩ জন এবং তেলেঙ্গানায় ৫০২ জন কর্মীকে পাওয়ার ইউটিলিটি বিভাগে বরাদ্দ দেবার সিদ্ধান্ত নিয়েছিল, তখন অন্ধ্রপ্রদেশের পাওয়ার ইউটিলিটি একই প্রতিবাদ করেছিল এবং তার রিপোর্টকে একতরফা বলেছিল। [৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Justice D M Dharmadhikari sworn in Supreme Court judge"Zee News (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০০২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  2. "High Court of Gujarat"gujarathighcourt.nic.in। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  3. "Dharmadhikari committee report is one-sided: Andhra Pradesh power utilities"The New Indian Express। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  4. Era, Legal (৮ সেপ্টেম্বর ২০১৬)। ""Guru-Shisya Parampara as is still in vogue in music field is also most suitable in legal field." says Hon'ble Justice D.M. Dharmadhikari, Former Judge"www.legaleraonline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১