ডাব্লিউএসজি সোয়ারভস্কি টিরোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোয়ারভস্কি টিরোল
পূর্ণ নামডাব্লিউএসজি সোয়ারভস্কি টিরোল ফুসবল
প্রতিষ্ঠিত১৯৩০; ৯৪ বছর আগে (1930)[১]
মাঠটিভোলি-নয়
ধারণক্ষমতা১৬,০০৮
সভাপতিঅস্ট্রিয়া ডিয়ানা লাঙ্গেস-সোয়ারভস্কি
ম্যানেজারঅস্ট্রিয়া টমাস সিলবারবার্গার
লিগঅস্ট্রীয় দ্বিতীয় লীগ
২০১৯–২০১২তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ডাব্লিউএসজি সোয়ারভস্কি টিরোল (ইংরেজি: WSG Swarovski Tirol; এছাড়াও ডাব্লিউএসজি টিরোল অথবা শুধুমাত্র সোয়ারভস্কি টিরোল নামে পরিচিত) হচ্ছে টিরোল ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার দ্বিতীয় স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় দ্বিতীয় লীগে খেলে। এই ক্লাবটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সোয়ারভস্কি টিরোল তাদের সকল হোম ম্যাচ টিরোলের টিভোলি-নয়ে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,০০৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টমাস সিলবারবার্গার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডিয়ানা লাঙ্গেস-সোয়ারভস্কি। জার্মান গোলরক্ষক ফের্ডিনান্ড অসওয়াল্ড এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

ঘরোয়া ফুটবলে, সোয়ারভস্কি টিরোল এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে অস্ট্রীয় ফুটবল দ্বিতীয় লীগ

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Club website official data (German)"। Regionalliga.at। ১১ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১১ 
  2. "ডাব্লিউএসজি সোয়ারভস্কি টিরোল: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ডাব্লিউএসজি সোয়ারভস্কি টিরোল টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা