টেমপ্লেট আলোচনা:২০১৯ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের অগ্রগতি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি লক্ষ্য করছি যারা যারা এই টেমপ্লটটি হালনাগাদ করছেন, তারা প্রতি ম্যাচের শেষে বিজয়ী দলের জন্য উক্ত ম্যাচের পয়েন্টের সাথে পূর্ববর্তী ম্যাচ(গুলো)-এর পয়েন্ট যোগ করে সর্বমোট পয়েন্ট লিখছেন। কিন্তু আমার মনে হয় প্রতি ম্যাচে উক্ত দল কত পয়েন্ট অর্জন করল তাই লেখা উচিত। যদি বর্তমান ম্যাচের পয়েন্টের সাথে পূর্ববর্তী ম্যাচের পয়েন্ট যোগ করে লিখতে হয় তাহলে পরাজিত দলের ক্ষেত্রে "০" কেন? তার বেলায়ওতো পূর্ববর্তী ম্যাচের পয়েন্টের সাথে "০" যোগ করে লিখতে হবে। তাই নয় কি?

উদাহরণস্বরূপ : অস্ট্রেলিয়া ১ম ম্যাচে ২ পয়েন্ট, ২য় ম্যাচে ২ পয়েন্ট (কিন্তু লেখা হয়েছে ৪ পয়েন্ট, ১ম+২য়)

সেইরূপভাবে : বাংলাদেশ ১ম ম্যাচে ২ পয়েন্ট, ২য় ম্যাচে ০ লেখা হয়েছে। (অস্ট্রেলিয়ার বেলায় প্রযোজ্য নিয়ম অনুযায়ী লেখা উচিত ছিল ১ম+২য়= ২+০ = ২)

মতামত আশা করছি। -- Mohaguru (আলাপ) ১৫:৫৬, ৯ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অগ্রগতি অর্থই হচ্ছে সামগ্রিক ফলাফল অর্থাৎ আজ অবদি পয়েন্ট কত হয়েছে। ভিন্ন রঙে পরাজয় তো চিহ্নিত করা হয়েছেই। সংশোধন করছি। তাহলে সকলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। - Suvray (আলাপ) ১৬:০৮, ৯ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অসংখ্য ধন্যবাদ - Mohaguru (আলাপ) ১৬:১৯, ৯ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]