টেমপ্লেট আলোচনা:বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Moheen Reeyad: টেমপ্লেটটি কি দোষে দুষ্ট জানাবেন কি? অর্থাৎ, এ নিরীহ টেমপ্লেটটি উইকিপিডিয়ার কি এমন ক্ষতি করলো যে অপসারণের প্রস্তাবনা এনেছেন? যথাযথ কারণ ব্যক্ত করলে কৃতার্থ হবো! - Suvray (আলাপ) ১৭:৪০, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট সংশ্লিশ্ট একটি মাত্র নিবন্ধ ব্যতীত বাকি নিবন্ধ নাই, সুতরাং এটি বর্তমানে শুধু একটি পাতায়ই প্রদর্শিত হচ্ছে। এমনকি পাতার সংযোগবিহীন টেমপ্লেট। এই টেমপ্লেটের কাজ মুলত অন্য নিবন্ধে নিয়ে যাওয়া, যেখানে নিবন্ধই নাই যেখানে এর বিশেষ প্রয়োজনীয়তা আছে কী? ~মহীন (আলাপ) ১৮:১২, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
মহিন ভাই, মূলতঃ নিবন্ধের সৌন্দর্য্যবর্ধনেই টেমপ্লেটটি তৈরী করেছিলাম। মানছি যে, সংশ্লিষ্ট একটি নিবন্ধ রয়েছে। পাশাপাশি কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর যুক্ত রয়েছে যা আপনার তৃতীয় বাক্যের সাথে সংঘাতময়। ভবিষ্যতে যে আর কেউ উইকিতে যুক্ত হবেন না তার সম্ভাবনা কি আমরা উড়িয়ে দিতে পারি! আর, অন্যদেরকে কিন্তু লাল লিঙ্ক করে রাখিনি যা অসুন্দর দেখাতো। এছাড়াও এটি প্রামাণ্য দলিল হিসেবে ছিল অর্থাৎ একজন ব্যক্তিকে উপলক্ষ্য করে অন্যদেরকেও পরিচিতি ঘটানো হয়েছিল বা সম্মানিত করা হয়েছিল যাতে আগ্রহী ব্যবহারকারীরা জানতে পারতো যে কতোজন মহাপরিচালক ছিলেন এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দায়িত্বে ছিলেন। আমি এ টেমপ্লেট অপসারণের বিরোধী ও আপনার দূর্বল যুক্তি আমার কাছে মনোঃপুত হয়নি। তৃতীয় কোন প্রশাসক যদি স্বীয় জ্ঞানে মনে করেন যে টেমপ্লেটটি অপ্রয়োজনীয়, তাহলে দ্রুত অপসারণ কিংবা রোলব্যাক ঘটানো হোক। আমার আর কোন বক্তব্য নেই! - Suvray (আলাপ) ১৮:৩৮, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
একমত ~মহীন (আলাপ) ১৮:৪২, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]