টেমপ্লেট আলোচনা:ধারাবাহিকের সংক্ষিপ্ত বিবরণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sajeeb16 কর্তৃক ২ বছর পূর্বে "ট্রান্সক্লুড প্যারামিটার বিষয়ে সাহায্য" অনুচ্ছেদে

ট্রান্সক্লুড প্যারামিটার বিষয়ে সাহায্য[সম্পাদনা]

জনাব @আফতাবুজ্জামান:, বিরক্ত করার জন্য দুঃখিত। বিভিন্ন অনুবাদকৃত নিবন্ধে "ধারাবাহিকের সংক্ষিপ্ত বিবরণ" টেমপ্লেটটি ব্যবহার করার জন্য এটি পরীক্ষা করছিলাম। এক্ষেত্রে ট্রান্সক্লুড প্যারামিটারটি ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, বিশেষ করে "noinclude" প্যারামিটার। সমস্যাটি হচ্ছে এটি "ব্যবহৃতপাতায়"(যে পাতায় ট্রান্সক্লুড করছি) কোন তথ্য লুকানোর সাথে সাথে "উৎসপাতার" তথ্যটিও লুকিয়ে রাখছে৷

উদাহরণস্বরুপ এই নিবন্ধের সারণিটি এই নিবন্ধে নিয়ে আসার সময় প্রথম ধারাবাহিকের "মুক্তিদশা" অংশ শুধু দ্বিতীয় পাতায় লুকাতে চাচ্ছিলাম, কিন্তু এটি দুই পাতায়ই তা লুকিয়ে ফেলছে।

এটি আমি ভুলভাবে ব্যবহার করছি, নাকি বাংলা উইকিপিডিয়ায় এর ব্যবহার ভিন্ন, নাকি প্যারামিটারের সমস্যা বুঝতে পারছি না। কারণ এসব কোড আমি ইংরেজি উইকিপিডিয়া দেখে ব্যবহার করছি। সময় পেলে অনুগ্রহ করে এ ব্যাপারে সাহায্য করবেন।Sajeeb16 (আলাপ) ০৬:৩৭, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Sajeeb16: এটা যোগ করলে চলে আসবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৪, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অসংখ্য ধন্যবাদ।Sajeeb16 (আলাপ) ০৮:০৪, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন