টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/৪ ফেব্রুয়ারি ২০২৩
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "কেন?" অনুচ্ছেদে
কেন?
[সম্পাদনা]@Meghmollar2017, আবারো সেই একই প্রশ্ন করছি। বাংলা উইকিপিডিয়া তো "নর্দমা", তাহলে এই নর্দমায় কেন তাদের ছবি যোগ করেছ? না কি এটি উক্ত দল ও প্রকল্পের ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে করেছ? যদিও তুমি বলছ তুমি জড়িত না, কিন্তু আমি উল্টো দেখতে পাচ্ছি। অতীতে নানা আলোচনায় তারা স্পষ্ট করে বলেছিল তারা তাদের প্রকল্প প্রচারণা ও ব্র্যান্ডিং করবে। আমি তো দেখতে পাচ্ছি সেই লক্ষে এখন বাংলা উইকিপিডিয়াকে ব্যবহার করা হচ্ছে।
আমি পুনরায় আমার আপত্তি জানাচ্ছি। যারা বাংলা উইকিপিডিয়াকে নর্দমা বলে ও সরাসরি জানিয়ে দেয় বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে ইচ্ছুক না, আমি বাংলা উইকিপিডিয়ায় এমনদের ব্র্যান্ডিংয়ে আপত্তি করছি, হোক সেই ছবিটি বাংলাদেশের। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান, আপনি বারবার একই আলোচনা শুরু করলেও আমার উত্তর একই হবে। প্রচারণা করার অজুহাত একদম খোঁড়া যুক্তি। তাদের ছবি এখানে আছে, কারণ তাদের কাজ এখানে আসার যোগ্যতা রাখে। আপনার কর্মকাণ্ডের জন্য কেউ বিরক্ত হয়ে কী বলল, তার সাথে বাংলা উইকিপিডিয়ায় কে কী কাজ করবে, না করবে, তা নির্ধারণ করে দেওয়ার মতো ক্ষমতা আপনি ধারণ করেন না। আমি আবারও বলব, আপনি যদি এই দলকে বাংলা উইকিপিডিয়া থেকে বের করতে চান, তাহলে নীতিমালা তৈরি করুন, এবং সেই নীতিমালা অনুসারে আপনার আপত্তি বৈধ বলে তখন আমি সেটি মেনে নেব। তা ছাড়া প্রজেক্টের প্রধান ব্যক্তিদের সাথে আপনার ব্যক্তিগত বৈরিতার প্রভাব আমি আমার পরিচিত উইকিমিডিয়ানদের ওপর পড়তে দেব না। — আদিভাই • আলাপ • ১০:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Meghmollar2017, আমি কাউকে বাধা দিচ্ছি না, তবে তার মানে এই নয় যে আমি আপত্তি করব না। যখন বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে আহ্বান জানাই তখন তাদের স্বাধীনতার হস্তক্ষেপ হয়, আর বাংলা উইকিতে তাদের প্রচারে আপত্তি জানালে তা খোঁড়া যুক্তি হয়! ভালোই। "আমি আমার পরিচিত উইকিমিডিয়ানদের ওপর পড়তে দেব না", তোমার পরিচিত, তার মানে তুমি তাদের হয়েই কাজ করছ অথবা তারা তোমাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছে। যাদের কখনো বাংলা উইকিপিডিয়ায় দেখা যায় না, যারা বাংলা ভাষায় কাজ করতে চায় না, বাংলা উইকিপিডিয়াকে "নর্দমা" বলে, তাদের হয়ে প্রচার আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, তারা যতই তোমার পরিচিত হোক। আমার মনে মনে সন্দেহ হচ্ছিল, তোমার সাথে আমার শেষ কথা হয় ২৬ জানুয়ারি, ৩০ তারিখ আরেকটি সম্পাদনা করো, তারপরেই এই ছবিটি যোগ করছ কেন যদিনা ভিতরে ভিতরে তাদের সাথে তোমার যোগসাজশ না থাকে, অথচ তুমি পূর্বে বলেছ তুমি এইসবের মধ্যে নেই। এখন এটা আমার কাছে স্পষ্ট, তুমি তাদের হয়ে (কিংবা তারা তোমাকে দিয়ে) বাংলা উইকিপিডিয়াকে কাজে লাগিয়ে তাদের প্রকল্প প্রচারণা ও ব্র্যান্ডিং করছে। তাদের সাথে অতীতে কথপোকথনে তারা এটাও বলেছিল তারা তাদের প্রকল্প প্রচারণা ও ব্র্যান্ডিং করবে, আমি তো মিল দেখছি। আমার সহজ কথা, তারা দলগতভাবে বাংলা উইকিতে অবদান রাখার চেষ্টা করুন, বাংলা উইকিকে এগিয়ে নিক, তারপর প্রচার চালাক। তারা অবদান রাখবে না ভালো কথা, কিন্তু বাংলা উইকিপিডিয়ায় আমরা অবদান রাখবো না জাতীয় কথা বলে উল্টো বাংলা উইকিকে এক ধরনের বুড়ো আঙ্গুলি দিবে, একে "নর্দমা" বলবে ও আবার বাংলা উইকিতে প্রচার চালাবে এটা গ্রহণযোগ্য নয় ও আমি এতে আপত্তি করছি। তুমি আপত্তি আমলে না নিতে চাও ও আমাকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে যেতে চাও, ভালো, করে যাও। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)