টেমপ্লেট আলোচনা:বিশেষ বর্ণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে ""অনুচ্ছেদ" কথাটি কাজ করছে না" অনুচ্ছেদে

"অনুচ্ছেদ" কথাটি কাজ করছে না[সম্পাদনা]

কোডে বোধহয় ভুল করেছি। "section" বা "অনুচ্ছেদ" কথাটি কাজ করছে না। মূল কোডটি পাওয়া যাবে এখানে। আমি শুধু অনুচ্ছেদ সংশ্লিষ্ট অংশটিতে একটু ঝামেলা করেছি, ঠিক করার আহ্বান থাকলো: '''This {{#if:{{{section|}}}|{{{section}}}|{{#if:{{SUBJECTSPACE}}|page|article}}}}। মোটা করা অংশটি মুছে ফেলেছিলাম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:০৮, ৫ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করে দিয়েছি। |{{{section}}} অংশটি মুছে ফেলা যাবে না। এই অংশের মাধ্যমে সয়ংক্রিয়ভবে পৃষ্ঠা / নিবন্ধ শব্দটি যুক্ত হচ্ছে। আর কোনো পাতায় ব্যবহার করার সময় শুধুমাত্র {{টেমপ্লেট :বিশেষ বর্ণ}} হিসাবে ব্যবহার করতে হবে।---- নাসির খান সৈকতআলাপ ০৫:৪৮, ৬ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য। এই টেমপ্লেট অনুযায়ী বর্তমান সংস্করণ দেখাচ্ছে: এই নিবন্ধে বিশেষ বর্ণ ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি আমাকে দেখাতে হয় এই অনুচ্ছেদে বিশেষ বর্ণ ব্যবহৃত হয়েছে। তাহলে {{টেমপ্লেট:বিশেষ বর্ণ|section}} কি ব্যবহার করা যাবে না। আমার তো মনে হয় এই সুযোগটি রাখা উচিত। যদি যৌক্তিক মনে হয়, তাহলে এই সুযোগটি রাখার জন্য টেমপ্লেটে যা যা করা দরকার তা যুক্ত করার অনুরোধ করছি। আপনাকে আবারও ধন্যবাদ টেমপ্লেটটি শুদ্ধ করার জন্য। আমি কোড খুব কম বুঝি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:৪১, ৬ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
{{টেমপ্লেট:বিশেষ বর্ণ}} না করে {{বিশেষ বর্ণ}}, এবং {{বিশেষ বর্ণ|Section}}। {{}} দ্বারা যুক্ত হলেও তা সময়সময়ই টেমপ্লেটকে নির্দেশ করবে। যদি টেমপ্লেট নামস্থানে পাতাটি না থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই তা অন্য নামস্থানের পাতার খোজ করবে। — তানভিরআলাপ০৮:৪৮, ৬ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সিলেটি নাগরী নিবন্ধের "লিপি পরিচিতি" অংশে {{বিশেষ বর্ণ|Section}} যুক্ত করাসত্ত্বেয় এই অনুচ্ছেদে বিশেষ বর্ণ ব্যবহৃত হয়েছে। কথাটি না দেখিয়ে by default এই নিবন্ধে বিশেষ বর্ণ ব্যবহৃত হয়েছে। কথাটি দেখাচ্ছে। অনুচ্ছেদ কথাটি দেখালে কি কোনো সমস্যা আছে? আসলে বুঝতে পারছি না। আমার মতে, যেহেতু পুরো নিবন্ধটাই IPA দিয়ে লেখা না, সেক্ষেত্রে যে যে অনুচ্ছেদে IPA অথবা ইউনিকোড ব্যবহৃত হয়েছে, শুধু সে সে অনুচ্ছেদের কথা উল্লেখ করাটাই আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তাই এই অনুচ্ছেদে বিশেষ বর্ণ ব্যবহৃত হয়েছে। কথাটি কার্যকর হওয়া দরকার বলে আমার ব্যক্তিগত অভিমত। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:০৪, ৬ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন