টেমপ্লেট:রসনিমা রচনা সংশোধন শুরু/নথি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধনের অনুরোধ পাতায় অনুরোধকৃত নিবন্ধে কাজ শুরু করার পূর্বে অনুরোধকারীর আলাপ পাতায় বার্তা রাখতে টেমপ্লেটটি ব্যবহার করুন। যাঁর আলাপ পাতায় বার্তাটি প্রদান করা হবে, তাঁর নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

টেমপ্লেটে স্বাক্ষর প্রদানের পূর্বে অতিরিক্ত কথা বা "শুভকামনা" জাতীয় শব্দ যুক্ত করা যায় ("স্বাক্ষর" পরামিতি ব্যবহার করে)। পরামিতিটি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা যায়; সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিফল্ট স্বাক্ষর যুক্ত হবে। এই টেমপ্লেটটি {{রসনিমা পরিত্যক্ত}} টেমপ্লেটের সমতুল্য; মূলত দ্বিতীয়োক্ত টেমপ্লেটটি থেকেই বর্তমান টেমপ্লেটটি তৈরি করা হয়েছে।

এই টেমপ্লেটটি সাবস্টিটিউট করার প্রয়োজন নেই। ব্যবহারকারীর নাম যুক্ত করতে টেমপ্লেটটি জাদু শব্দ ব্যবহার করে।

ব্যবহার[সম্পাদনা]

{{রসনিমা রচনা সংশোধন শুরু
| নিবন্ধ = নিবন্ধের শিরোনাম
| স্বাক্ষর = আপনার শুভকামনা বাক্য, ~~~~
}}

পরামিতি[সম্পাদনা]

পরামিতি বর্ণনা
নিবন্ধ রচনা সংশোধন শুরু করা নিবন্ধের শিরোনাম (আবশ্যিক)
স্বাক্ষর আপনার পক্ষ থেকে শুভকামনা বাক্য ও স্বাক্ষর (~~~~)

উদাহরণ[সম্পাদনা]

সুপ্রিয় রসনিমা রচনা সংশোধন শুরু, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধন অনুরোধ পাতায় আপনার অনুরোধকৃত উদাহরণ নিবন্ধে রচনা সংশোধনের কাজ শুরু করছি। রচনা সংশোধনের বিষয়ে কোনো মন্তব্য থাকলে কিংবা কোনো সম্পাদনা বাতিল করার প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন। উদাহরণ ১ (আলাপ) ২৩:০৪, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

আরও দেখুন[সম্পাদনা]