টেমপ্লেট:প্রবেশদ্বার:জীববিজ্ঞান/সমসাময়িক ঘটনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • অ্যান্ড্রু জেড ফায়ারক্রেগ মেলো ২০০৬ সালের শরীরতত্বে নোবেল পুরস্কার পেলেন, ১৯৯৮ সালে আর এন এ ইন্টারফেয়ারেন্স আবিস্কার করার জন্যে।
  • ১৯৫৯-এর নোবেলবিজয়ী আর্থার কর্নবার্গের পুত্র রজার কর্নবার্গ ২০০৬ সালের রসায়নের নোবেল পুরস্কার পেলেন গঠনমূলক জীববিজ্ঞানের কৌশল দ্বারা গবেসষণালব্ধ আর এন এ পলিমারেজের গঠন ও কার্যপদ্ধতিতে সেই গঠনের অবদান নির্ধারণ করার জন্যে। ১৯৬৫ থেকে এই বিষয়ে কাজ করলেও ২০০১ সালে সায়েন্স পত্রিকায় তাঁর প্রকাশিত ক্রিয়ারত আর এন এ পলিমারেজের কেলাসচিত্র (কৃস্টালোগ্রাফী) থেকে বৃহৎ অণুটি সক্রিয় অংশের গঠণ নির্ণয় করার কৃতত্বের জন্যেই মূলতঃ তিনি এই পরস্কারটি পেলেন। এই নিয়ে ষষ্ঠবার কোন পিতা পুত্র দুজনেই নোবেল বিজয়ী হবার বিরল সৌভাগ্যের অধিকারী হলেন (পিতা বা মাতা দুজনের যেকন একজনকে ধরলে, এই নিয়ে অষ্টমবার কোন নোবেল জয়ী পিতা বা মাতার সন্তান নবেল বিজয়ী হলেন।