টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২৩ এপ্রিল ২০১৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
কার্যালয় ও প্রশিক্ষণ ভবন, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। ১৯৭৩ সালের ২৩ এপ্রিল ফরাসি মনীষী মসিয় অঁদ্রে মাল্রো বর্তমান শিল্পকলা একাডেমি চত্বরে তৎকালীন "চট্টগ্রাম কলাভবনের" উদ্বোধন করেন। ছবিটি তুলেছেন মহীন রীয়াদ। যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।