টুইনমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টুইনমস টেকনোলজি এফজেডই
প্রাক্তন নামটুইনমস টেকনোলজিস ইঙ্ক
ধরনব্র্যান্ড
শিল্পStorage devices
প্রতিষ্ঠাকাল১৯৯৮; ২৬ বছর আগে (1998)
প্রতিষ্ঠাতাগণমোহাম্মদ মাজহারুল ইসলাম
সদরদপ্তরসি-৯, ডিএএফজা, ,
পণ্যসমূহ
ওয়েবসাইটwww.twinmos.com

টুইনমস টেকনোলজি এফজেডই একটি তাইওয়ান ভিত্তিক কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারীবাজারজাকারী প্রতিষ্ঠান।[১] এর সদর দপ্তর দুবাই, আরব আমিরাতে অবস্থিত। টুইনমসের ১০০ এর ও বেশি পন্য বর্তমানে বাজারে আছে যার মধ্যে কম্পিউটার মেমরি[২], ফ্ল্যাশ মেমোরি[৩], এসডি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ[৪], পর্টেবল হার্ড ড্রাইভ, সলিড ষ্টেট ড্রাইভ, কার্ড রিডার, ট্যাবলেট পিসি [৫] ও আনুসাঙ্গিক যন্ত্রাংশ অন্তর্ভুক্ত

টুইনমসের উৎপাদনকেন্দ্র হিন্সচু, তাইওয়ানে এবং দঙ্গুয়ান ও সিঞ্চেন, গণচীনে অবস্থিত. এটির বাজারজাতকারী শাখা সমুহ মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানচীনে অবস্থিত। ২০০২ সালে টুইনমস আইএসও ৯০০১ঃ২০০০ সনদ পায়। টুইনমস নিজ ব্র্যান্ডের নামে অথবা ওইএম এ এর পন্য বাজারজত করে।[৬] টুইনমস সংযুক্ত আরব আমিরাতে এর প্রধান কার্যালয় থেকে পন্য পুরো বিশ্বে বাজারজাত করার ব্যবস্থা করে এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত হাব থেকে আরব উপদ্বীপ, আফ্রিকা, পারস্য, লেভান্ত, পূর্ব ইউরোপ, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, ও দক্ষিণ এশিয়া[১]

ইতিহাস[সম্পাদনা]

টুইনমস টেকনোলজি ইঙ্ক নামে এর যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে তাইওয়ানে[৭] একটি কম্পিউটার আপগ্রেড যন্ত্রাংশ প্রস্তুকারী প্রতিষ্ঠান হিসেবে।[১]। পরবর্তিতে ২০০২ সালে মোহাম্মদ মাজহারুল ইসলাম টুইনমস টেকনোলজিস মিডেল ইস্ট এফজেডই নামে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে এবং সে হতে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করছেন।

References[সম্পাদনা]

  1. "Twinmos bullish on memory products"TahawulTech.com (ইংরেজি ভাষায়)। ২০১১-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  2. Yuanzhe, Mao (২০০৩)। "TwinMOS 256MB DDR466 memory"Microcomputer 2003 (14): 78 – Chinese science and technology journal database-এর মাধ্যমে। 
  3. "TwinMOS Ultra-X - flash memory card - 1 GB - CompactFlash Series Specs"CNET (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৪ 
  4. "TwinMos USB 2.0 T.Drive T4 - USB flash drive - 1 GB Specs"CNET (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৪ 
  5. "টুইনমস টুইনট্যাব সাধারণ হলেও স্টাইলিশ"টেক শহর (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ১৮, ২০১৪। ২০২১-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৯ 
  6. "Company Profile"twinmos.com। ২০২১-০১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩ 
  7. "TWINMOS TECHNOLOGIES INC. (886-2-2696-3939) | Taiwan Business Database 📚"tw.bizdirlib.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩