টীকা
অবয়ব
- টীকা (ললাটলিখন) - কপালের মাঝখানে তিলক, চন্দন, বা সিঁদুর ইত্যাদির দ্বারা বৃহৎ প্রলেপ, যা হিন্দু ধর্মের নানা অনুষ্ঠানে ব্যবহার হয়।
- টীকা (অনাক্রম্যতা) - ভ্যাক্সিন (vaccine) জাতীয় রোগ প্রতিষেধক - এতে সংক্রমণের বিরুদ্ধে অনাক্রম্যতা বাড়াবার উদ্দেশ্যে দেহের মধ্যে সূঁচ দ্বারা স্বল্প মাত্রায় বিনষ্ট বা ম্রিয়মান বীজানু অনুপ্রবেশ (inoculation) করানো হয়। এটা মুখবন্ধ জীবাণু নামে পরিচিত। এটি শরীরে এন্টি বডি তৈরি করে।
- টীকা (সাহিত্য) - গ্রন্থাদির বিস্তৃত ব্যাখ্যাপুস্তক।