টাঙ্গালিয়া শাল
টাঙ্গালিয়া শাল | |
---|---|
ভৌগোলিক নির্দেশক | |
বর্ণনা | টাঙ্গালিয়া শাল হাতে তৈরী একধরণের পোশাক যা গুজরাতএর প্রদেশের দলিত সম্প্রদায়ের মানুষেরা তৈরী করে থাকে। |
ধরন | হস্তশিল্প |
অঞ্চল | গুজরাত |
দেশ | ভারত |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | http://ipindia.nic.in/girindia/ |
টাঙ্গালিয়া শাল হাতে তৈরী একধরনের পোশাক যা ভারতের গুজরাত প্রদেশের[১] দলিত সম্প্রদায়ের মানুষেরা তৈরী করে থাকে। রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের সুরেন্দ্রনগর জেলায় সাতশত বছর ধরে এই শাল তৈরী হয়ে আসছে।[২] জেলার দেদাড়া, ভাস্তাড়ি, গোদাবেরি এবং ভাড়লা গ্রামে ঐতিহ্যবাহী রামরাজ, চারমালিয়া, ধুনস্লু এবং লোবদি বস্ত্র তৈরী হয়ে আসছে। ওয়াংখেড়, আমরেলি, দেহগাম, সুরেন্দ্রনগর, জোরাভারনগর, বোটাড, ভাবনগর এবং কুচ অঞ্চলের মহিলারা শাল এবং স্কার্টের উপরে আবরণ হিসেবে এই টাংগালিয়া শাল ব্যবহার করে থাকে।[৩]
তৈরী পদ্ধতি
[সম্পাদনা]বাড়িতে স্থাপিতে তাঁতে এই শাল প্রস্তুত করা হয়। এই পোষাকে ফোঁটার ব্যবহার স্টাইল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ফোঁটার পাশাপাশি ভৌগোলিক প্যাটার্ণও অঙ্কন করা হয়।[২]
বর্তমান অবস্থান
[সম্পাদনা]২০০৭ সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অভ ফ্যাশন টেকনোলজি (NIFT) এর সহায়তায় গান্ধীনগরে টাঙ্গালিয়া হস্তকলা এসোসিয়েশান প্রতিষ্ঠা করা হয় যেখানে পাঁচ গ্রামের ২২৬ জন তাঁতীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী বছরসমূহে NIFT দক্ষ কর্মী সৃষ্টি, মান নিয়ন্ত্রণ, নকশা উন্নয়ন ইত্যাদি বিষয়ের উপর কর্মশালা চালিয়ে আসছে। ফলশ্রুতিতে টাঙ্গালিয়া হস্তকলা এসোসিয়েশান (TIA) GI এর অধীনে নিবন্ধন লাভ করেছে।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Tangaliya gets GI status"। The Times of India। নভেম্বর ১৬, ২০০৯। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১২।
- ↑ ক খ গ Bhargava, Vikas (জানুয়ারি ১১, ২০১০)। "GI registration adds strength to efforts of reviving Tangaliya"। Business Standard। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১২।
- ↑ "Tangaliya Work"। Gurjari, Gujarat State Handloom & Handicrafts Development Corporation Ltd.। ২০১৪-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১২।
- "Tangaliya Shawl" (পিডিএফ)। Geographical Indications Journal, Government of India। ১৯ মার্চ ২০০৯। পৃষ্ঠা 66–72। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।