জ্যাক মা
জ্যাক মা Jack Ma | |
---|---|
马云 / Mǎ Yún | |
![]() জ্যাক মা, ২০০৮ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ | |
জন্ম | |
জাতীয়তা | চীনা |
মাতৃশিক্ষায়তন | Hangzhou Normal University, Cheung Kong Graduate School of Business (CKGSB) |
পেশা | প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলিবাবা গ্রুপ |
দাম্পত্য সঙ্গী | 张瑛 / Zhāng Yīng |
সন্তান | 2 |
Ma Yun | |||||||
সরলীকৃত চীনা | 马云 | ||||||
---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 馬雲 | ||||||
|
জ্যাক মা জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবা ডট কম এর কর্ণধার[২] এবং চীনের শীর্ষ ধনী ব্যক্তি।[৩] বর্তমানে জ্যাক মা এর সম্পদের পরিমাণ ২৫০০ কোটি ডলার। আলিবাবাতে তার ৭.৮% স্টেক আছে এবং পেমেন্ট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান আলি পে তে তার স্টেক প্রায় ৫০%।[৪]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
জ্যাক মা ১৯৬৪ সালে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার এক বড়ভাই এবং ছোট বোন ছিল। তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভাল ছিল না। জ্যাক এর বাবা-মা গান গেয়ে বেড়াতেন। মা এর দাদা ছিলেন চীনের জাতীয়তাবাদী দলের একজন স্থানীয় অফিসার। চেয়ারম্যান মাও জাতীয়তাবাদী দলকে হারিয়ে দেবার পরে মা এর দাদাকে কম্যুনিস্ট পার্টির শত্রু হিসেবে চিহ্নিত করা হয় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
ছাত্র হিসেবে জ্যাক মা ভাল ছিলেন না। জাতীয় কলেজ ভর্তি পরীক্ষায় তিনি দুইবার ফেল করেন। তৃতীয়বার পাস করার পরে তিনি হুয়াংঝু টিচার্স ইন্সটিটিউট এ ভর্তি হবার সুযোগ পান। ১৯৮৮ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কলেজে পড়া অবস্থায় তার স্ত্রী ঝাং ইং এর সাথে তার পরিচয়, পরিণয় এবং পাস করে তারা বিয়ে করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Caroline Howard। "Jack Ma"। Forbes।
- ↑ "অনলাইনে কেনাকাটা করি না: জ্যাক মা"। প্রথম আলো। ৩১ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।
- ↑ "হার্ভার্ড থেকে ১০ বার প্রত্যাখ্যাত হয়েছিলাম: জ্যাক মা"। প্রিয় টেক। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।
- ↑ "অর্থ খুঁইয়েছেন আলিবাবার চেয়ারম্যান-356605 - শিল্প বাণিজ্য - কালের কণ্ঠ - kalerkantho"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।