জ্ঞানদাভিরাম বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞানদাভিরাম বড়ুয়া
জন্ম(১৮৮০-০৮-১৯)১৯ আগস্ট ১৮৮০
মৃত্যু২৭ জানুয়ারি ১৯৫৫(1955-01-27) (বয়স ৭৪)
পেশা
  • লেখক
  • নাট্যবিদ
  • শিক্ষক
  • ব্যারিস্টার
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
দাম্পত্যসঙ্গীলতিকা ঠাকুর
সন্তান
আত্মীয়শর্মিলা ঠাকুর (নাতনী)

জ্ঞানদাভিরাম বড়ুয়া (১৮৮০ - ১৯৫৫)[১] একজন উল্লেখযোগ্য ভারতীয় অসমীয়া ভাষার লেখক, নাট্যকার, অনুবাদক, শিক্ষাবিদ এবং অভিনেতা। তিনি আসামের ব্যারিস্টার ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামেও অংশগ্রহণ করেছিলেন।

জীবনী[সম্পাদনা]

জন্ম এবং পরিবার[সম্পাদনা]

জ্ঞানদাভিরাম ১৮৮০ সালের ১৯ আগস্ট আসামের নগাঁও ফৌজদারিপট্টিতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে নগাঁও, যৌবনে তিনি ছিলেন কলকাতায় এবং লন্ডনে।[২] তার পিতার নাম ছিল গুণভীরাম বড়ুয়া এবং মাতার নাম ছিল বিষ্ণুপ্রিয়া দেবী। স্বর্ণলতা বড়ুয়া এবং করুণাভিরাম বড়ুয়ার ছোট ভাই ছিলেন জ্ঞানদাভিরাম।

লতিকা ঠাকুরের সাথে জ্ঞানদাভিরামের বিয়ে হয়েছিল।[৩] তাদের তিন ছেলের নাম যথাক্রমে মনোভিরাম, নয়নাভিরাম, চিত্তভিরাম এবং এক মেয়ে নাম ইরা। মেয়ে ইরা বড়ুয়া ঠাকুর পরিবারের ইঞ্জিনিয়ার গীতিন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করেন। তাদের বড় মেয়ে খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুর।[৪][৫]

শিক্ষাজীবন[সম্পাদনা]

জ্ঞানদাভিরামের বয়স যখন মাত্র ১৪ বছর তখন তার বাবা মারা যান। তার মা বিষ্ণুপ্রিয়া আগেই মারা গিয়েছিলেন। তাই তার লেখাপড়ার দায়িত্ব নেন তার বাবার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা। যারা এই দায়িত্ব নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ১৮৯৮ সালে মাদ্রাজের কংগ্রেস অধিবেশনের সভাপতি আনন্দমোহন বসু। জ্ঞানদাভিরাম নগাঁওতে প্রাথমিক শিক্ষা লাভ করেন। নগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি শেষ করার পর তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় তার স্কুলের শিক্ষা শেষ হয়। এরপর উচ্চ শিক্ষার জন্য ১৮৯৬ সালে ১৬ বছর বয়সে তাকে ইংল্যান্ডে অধ্যয়নের জন্য পাঠানো হয়। সেখানে তিনি ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

কৰ্মজীবন[সম্পাদনা]

লন্ডন থেকে ফিরে আসার পর, তিনি কিছুদিন কলকাতায় আইন অনুশীলন করেন। তবে ১৯০১ সালে আসামে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান কটন কলেজ প্রতিষ্ঠার পর, তিনি উচ্চ শিক্ষার দ্বিতীয় প্রতিষ্ঠান এবং আইন শিক্ষার প্রথম নতুন প্রতিষ্ঠিত কেন্দ্রে যোগ দেন। তিনি ১৯১৪ সালে গুয়াহাটিতে আসেন এবং তারপর আসাম সিভিল সার্ভিসে যোগ দেন। পরে হাকিম হন। ১৯১৪ সালে তিনি গুয়াহাটির আইন কলেজের সভাপতি হন। আসামের বিআরএম সরকারি আইন কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।[৬] তিনি আসামের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

মৃত্যু[সম্পাদনা]

১৯৫৩ সালে জ্ঞানদাভিরাম খাদ্যনালীর রোগে আক্রান্ত হন। দীর্ঘ রোগভোগের পর ১৯৫৫ সালের ২৭ জানুয়ারি ৭৫ বছর বয়সে তিনি মারা যান।

সাহিত্যকর্ম[সম্পাদনা]

জ্ঞানদাভিরাম ভেনিচৰ সাউদ (ভেনিসের সৌদ), পঞ্চৰত্ন (পঞ্চরত্ন), দদাইৰ পঁজা (দাদাইয়ের পাঞ্জা), বিলাতৰ চিঠি (বিদেশের চিঠি),-এর মতো বিভিন্ন বই লিখে অসমীয়া সাহিত্যে অবদান রেখেছেন।[১] মোর কথা তার আত্মজীবনীমূলক গ্রন্থ।[৭] তিনি ১৯৩৩ সালে আসামের উত্তর লখিমপুরে অনুষ্ঠিত আসাম সাহিত্য সভার চতুর্দশ অধিবেশনের সভাপতি ছিলেন।[৮][৯][১০] তিনি নগাঁওতে অনুষ্ঠিত অষ্টম সাহিত্য সভার অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।[২] তিনি লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার বুঢ়ী আইৰ সাধু বইটির ইংরেজি অনুবাদ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. C. Vijayasree (১ জানুয়ারি ২০০৪)। Writing the West, 1750-1947: Representations from Indian Languages। Sahitya Akademi। পৃষ্ঠা 18–। আইএসবিএন 978-81-260-1944-1। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ 
  2. গ্ৰন্থ :এহেজাৰ বছৰৰ এশ গৰাকী অসমীয়া, লিখক :হেমন্ত কুমাৰ ভৰালী, প্ৰকাশক : অনন্ত হাজৰিকা, বনলতা,পৃষ্ঠা:২৫৩-২৫৭,
  3. Deb, Chitra (২০১০)। Women of The Tagore Household (ইংরেজি ভাষায়)। Penguin UK। আইএসবিএন 9789352141876। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯ 
  4. বিপিনলাল দাস (২০১৬)। জীৱনৰ বাটে বাটে। মেডিয়াহাইপ। আইএসবিএন 978-8194022725 
  5. "The Assam Tribune Online"। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "Welcome to B.R.M.Government Law College"www.brmgovtlawcollege.org.in। ২০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯ 
  7. Rajen Saikia (১ জুলাই ২০০০)। Social and economic history of Assam, 1853-1921। Manohar Publishers & Distributors। আইএসবিএন 978-81-7304-344-4। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ 
  8. "Asam Sahitya Sabha is the foremost and the most popular organization of Assam"। Vedanti.com। ২৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩ 
  9. সমীন কলিতা (২০০১)। শতাধিক অসমীয়া সাহিত্যিক। গুৱাহাটী: ষ্টুডেণ্টচ্‌ ষ্ট'ৰচ্‌। 
  10. ১৯১৭ চনৰ পৰা অসম সাহিত্য সভাৰ সভাপতিসকলৰ তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০১-২৯ তারিখে অসম সাহিত্য সভাৰ ৱেবছাইট, আহৰণ: ১৮ নৱেম্বৰ, ২০১২।