বিষয়বস্তুতে চলুন

জেসন মোমোয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেসন মোমোয়া
মোমোয়া, ২০১৮
জন্ম
যোসেফ জেসন নামাকায়েহা মোমোয়া

(1979-08-01) ১ আগস্ট ১৯৭৯ (বয়স ৪৫)
হনুলুলু, হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৯৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীলিসা বোনেট (২০১৭)
সন্তান

যোসেফ জেসন নামাকায়েহা মোমোয়া (জন্ম আগস্ট ১, ১৯৭৯) একজন মার্কিন অভিনেতা, লেখক, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং মডেল। ডি.সি. এক্সটেন্ডেড ইউনিভার্সের ২০১৬ সালে মুক্তি পাওয়া ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস চলচ্চিত্রের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে আসেন।[][] ২০১৮ সালে তার আধিপত্যে একক চলচ্চিত্র, অ্যাকুয়াম্যান মুক্তি পায় যা আন্তর্জাতিক বক্স অফিসের শীর্ষে জায়গা করে নেয়। এছাড়া তিনি তার টেলিভিশন সিরিজের রনন ডেক্স (স্ট্রেঞ্জ আটলান্টিস ২০০৪-২০০৯), খাল দ্রগো (গেম অব থ্রোনস ২০১১-২০১২) এবং ডেক্লান হার্প (ফ্রন্টায়ার ২০১৬-বর্তমান) কুশিলবের জন্য খ্যাত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. McNary, David (জানুয়ারি ২১, ২০১০)। "Momoa Set for 'Conan' – New Barbarian Set for Franchise Reboot"Variety। সংগ্রহের তারিখ আগস্ট ১৮, ২০১১ 
  2. McMillian, Graeme (অক্টোবর ২০, ২০১৪)। "Jason Momoa Talks 'Aquaman' Plans, Confirms 'Justice League' Appearance"The Hollywood Reporter। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]