জেসন মোমোয়া
অবয়ব
জেসন মোমোয়া | |
---|---|
জন্ম | যোসেফ জেসন নামাকায়েহা মোমোয়া ১ আগস্ট ১৯৭৯ হনুলুলু, হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লিসা বোনেট (২০১৭) |
সন্তান | ২ |
যোসেফ জেসন নামাকায়েহা মোমোয়া (জন্ম আগস্ট ১, ১৯৭৯) একজন মার্কিন অভিনেতা, লেখক, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং মডেল। ডি.সি. এক্সটেন্ডেড ইউনিভার্সের ২০১৬ সালে মুক্তি পাওয়া ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস চলচ্চিত্রের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে আসেন।[১][২] ২০১৮ সালে তার আধিপত্যে একক চলচ্চিত্র, অ্যাকুয়াম্যান মুক্তি পায় যা আন্তর্জাতিক বক্স অফিসের শীর্ষে জায়গা করে নেয়। এছাড়া তিনি তার টেলিভিশন সিরিজের রনন ডেক্স (স্ট্রেঞ্জ আটলান্টিস ২০০৪-২০০৯), খাল দ্রগো (গেম অব থ্রোনস ২০১১-২০১২) এবং ডেক্লান হার্প (ফ্রন্টায়ার ২০১৬-বর্তমান) কুশিলবের জন্য খ্যাত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ McNary, David (জানুয়ারি ২১, ২০১০)। "Momoa Set for 'Conan' – New Barbarian Set for Franchise Reboot"। Variety। সংগ্রহের তারিখ আগস্ট ১৮, ২০১১।
- ↑ McMillian, Graeme (অক্টোবর ২০, ২০১৪)। "Jason Momoa Talks 'Aquaman' Plans, Confirms 'Justice League' Appearance"। The Hollywood Reporter। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে জেসন মোমোয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেসন মোমোয়া (ইংরেজি)