জেল খাল, বরিশাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেল খাল হলো বরিশাল শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় একটি খাল। বর্তমানে এটি বরিশাল শহরের মধ্য দিয়ে প্রবাহমান দীর্ঘতম খাল।

জেল খাল
বিশেষ উল্লেখ
অবস্থামৃতপ্রায়
ভূগোল
শাখা(সমূহ)নথুল্লাবাদ খাল

নামকরণ[সম্পাদনা]

বরিশাল কেন্দ্রীয় কারাগার বা জেলখানার পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে জেলখাল।

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

খালটি পোর্টরোড সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে উৎপন্ন হয়ে নগরীর ২৭ নং ওয়ার্ডের কুদঘাটা পর্যন্ত প্রবাহিত হয়েছে। খালটি নগরীর এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানাকে কোতোয়ালী মডেল থানা হতে পৃথক করেছে।

ইতিহাস[সম্পাদনা]

উল্লেখযোগ্য স্থাপনা[সম্পাদনা]

খালটির কোলঘেঁষে কিংবা পার্শ্ববর্তী এলাকায় বেশি কিছু উল্লেখযোগ্য স্থাপনা ও এলাকা রয়েছে। সেগুলো হলোঃ

১. হাটখোলা বাজার
২. বাজার রোড
৩. বরিশাল কেন্দ্রীয় কারাগার
৪. মরকখোলা শ্মশান
৫. নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল

খাল দখল ও সংস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]