জেরি মেরিম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরি মেরিম্যান
জেরি মেরিম্যান এবং জেমস বিয়ার্ড, ২০১৬ সালের এপ্রিল মাসে টেক্সাস ইন্ট্রামেন্টসের একটি আলোচনা সভায়
জন্ম১৭ জুন ১৯৩২
টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ২০১৯(2019-02-27) (বয়স ৮৬)
টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহৃদযন্ত্র ও কিডনি বিকল
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনটেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় (স্নাতক হননি)
পেশাইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
নিয়োগকারীটেক্সাস ইন্সট্রুমেন্টস
পরিচিতির কারণআধুনিক ছোট হাতে ব্যবহার করা যায় এমন ক্যালকুলেটরের আবিষ্কারক

জেরি ডেল মেরিম্যান (১৭ জুন ১৯৩২ - ২৭ ফেব্রুয়ারি ২০১৯) একজন আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং উদ্ভাবক। তিনি টেক্সাস ইন্সট্রুমেন্টস দলের একজন সদস্য ছিলেন। তাদের এই দলটাই ১৯৬৫ সালে পকেট ক্যালকুলেটর আবিষ্কার করেন।[১]

প্রথম জীবন[সম্পাদনা]

তিনি ১৭ জুন ১৯৩২ সালে টেক্সাসের কাছেই হেরণ নামক একটি শহরে জন্ম গ্রহণ করেন।[২] সেখানেই পরবর্তীকালে টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু স্নাতকের পরীক্ষায় অকৃতকার্য হন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯৬৩ সালে টেক্সাস ইন্সট্রুমেন্টসে তার কেরিয়ার শুরু করেন। সেখানে তিনি ও তার দুই সহকর্মী জ্যাক কিলবে ও জেমস ভ্যান ট্যাসেল সম্মিলিত ভাবে একটি ক্ষুদ্রাকার হাতে ধরে ব্যবহার করা যায় এমন একটি ক্যালকুলেটর উদ্ভাবন করেন। তিনি ১৯৯৪ সালে সেখান থেকে ইঞ্জিনিয়ার হিসাবে অবসর গ্রহণ করেন। যদিও তারপরেও তিনি পরামর্শদাতা হিসাবে আজীবন যুক্ত ছিলেন।[৪]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু[সম্পাদনা]

তিনি তিনবার বিবাহ করেন। প্রথমবার ভার্নেট পর্শের সাথে বিবাহ করেন। তারপর স্যালি সিমন ও শেষে ফিলিস লির সাথে বিবাহ করেন। তার মেলিসা নামে একটি কন্যা আছে।

মেরিম্যান ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে টেক্সাসের ডালাস শহরে ৮৬ বছর বয়সে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রয়াত ক্যালকুলেটরের আবিষ্কর্তা মেরিম্যান"bartamanpatrika.com। ২০১৯-০৩-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-৩১  line feed character in |শিরোনাম= at position 23 (সাহায্য)
  2. Metz, Cade (মার্চ ৭, ২০১৯)। "Jerry Merryman, Co-Inventor of the Pocket Calculator, Dies at 86"The New York Times। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০১৯ 
  3. "Jerry Merryman, who helped invent the handheld calculator, dies at 86"The Los Angeles Times। মার্চ ৬, ২০১৯। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০১৯ 
  4. Criss, Doug; Baldacci, Marlena (মার্চ ৬, ২০১৯)। "Jerry Merryman, the man who helped invent the hand-held calculator, has died"CNN। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০১৯