জেরি জেরেমাইয়া
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | মালাকুলা, মালাম্পা প্রদেশ, ভানুয়াটু | ১ আগস্ট ১৯৬৩
উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) |
ওজন | ৬৫ কেজি (১৪৩ পা) |
ক্রীড়া | |
দেশ | ভানুয়াতু |
ক্রীড়া | মল্লক্রীড়া |
বিভাগ | ১০০ মিটার |
জেরোম ''জেরি'' জেরেমাইয়া (জন্মঃ ১ আগস্ট, ১৯৬৩) ভানুয়াটু'র মালাম্পা প্রদেশের মালাকুলায় জন্মগ্রহণকারী একজন মল্লক্রীড়াবিদ। তিনি ১৯৮৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভানুয়াটু দলের সদস্য ছিলেন।
ক্রীড়া জীবন
[সম্পাদনা]১৯৮৮ সালে সিউলে আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রথমবার ভানুয়াটু হতে ক্রীড়াবিদদের দল পাঠানো হয়েছিল। জেরেমি তার দেশের প্রথম অলিম্পিক দলের দৌড়বিদ হিসেবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বাছাই পর্বে ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন ও অষ্টম হয়েছিলেন, ফলে তিনি পরবর্তী পর্বে উত্তীর্ণ হতে পারেননি। তিনি ২০০ মিটার দৌড়ের বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২২.০১ সেকেন্ড সময় নিয়ে দৌড় সমাপ্ত করে সপ্তম স্থান অধিকার করেছিলেন। যথারীতি পরের পর্বে উত্তীর্ণ হতে পারেননি।[১]
অলিম্পিক গেমস ছাড়াও তিনি ১৯৮৬ সালের কমনওয়েলথ গেমস, ১৯৮৭ ও ১৯৯১ সালের বিশ্ব মল্লক্রীড়া চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sports Reference Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-১১-২১ তারিখে
- ↑ "1986 TEAM VANUATU TO COMMONWEALTH GAMES, EDINBURGH, SCOTLAND"। foxpulsesport.com। Fox Sport। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬।