জেয় সিম্পসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭ সালে ফিলাডেলফিয়ার হয়ে খেলছেন সিম্পসন

জে-অ্যালিস্টার ফ্রেডরিক সিম্পসন (ইংরেজি: Jay-Alistaire Frederick Simpson; ১ ডিসেম্বর ১৯৮৮) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি মেজর লিগ সকারের ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[১]

আর্সেনাল একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত সিম্পসন আর্সেনালের হয়ে কোন খেলায় অংশগ্রহণ করেননি। তিনি বেশিরভাগ সময় মিলওয়াল, ওয়েস্ট ব্রমউইচ আলবিওন ও কুইন্স পার্ক র‍্যাংজার্সের হয়ে ধারে খেলেছেন। ২০১০ সালে তিনি হাল সিটিতে যোগ দেন এবং তিনি সেখানে তিন বছর খেলেছেন। তিনি থাইল্যান্ডে বারিরাম ইউনাইটেডেড় হয়ে খেলেন এবং ২০১৪ সালে কর রয়্যাল কাপ জিতেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে লেটন অরিয়েন্টে ফিরে আসেন। ২০১৭ সালে তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নে যোগ দেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Philadelphia Union Sign Forward Jay Simpson" (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 

বহি:সংযোগ[সম্পাদনা]