বিষয়বস্তুতে চলুন

জেমস টড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেফটেন্যান্ট-কর্নেল

জেমস টড
Portrait of James Tod, taken from the 1920 edition of his Annals and Antiquities of Rajast'han
টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থের ১৯২০ সংস্করণের প্রচ্ছদ
জন্ম(১৭৮২-০৩-২০)২০ মার্চ ১৭৮২
মৃত্যু১৮ নভেম্বর ১৮৩৫(1835-11-18) (বয়স ৫৩)
লন্ডন
পেশাপলিটিক্যাল এজেন্ট, ইতিহাসবিদ, মানচিত্রকর, মুদ্রা-সংগ্রাহক
নিয়োগকারীইস্ট ইন্ডিয়া কোম্পানি
উল্লেখযোগ্য কর্ম
  • অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান
  • ট্রাভেলস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া
দাম্পত্য সঙ্গীজুলিয়া ক্লাটারবাক (বি. ১৮২৬১৮৩৫)
সন্তান
  • গ্র্যান্ট হিটলি টড-হিটলি
  • এডওয়ার্ড এইচ. এম. টড
  • মেরি অগাস্টা টড
পিতা-মাতা
  • ঞ্জেমস টড
  • মেরি হিটলি

লেফট্যানেন্ট-কর্নেল জেমস টড (ইংরেজি: James Tod; ২০ মার্চ, ১৭৮২ – ১৮ নভেম্বর, ১৮৩৫) ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক আধিকারিক তথা বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ। দাপ্তরিক কাজ ও শৌখিন আগ্রহের বিষয় নিয়ে গবেষণা করে তিনি ভারতের ইতিহাস ও ভূগোল বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র ছিল রাজপুতানা (অধুনা ভারতের রাজস্থান রাজ্য) নামে পরিচিত অঞ্চলটি।

টডের জন্ম লন্ডনে এবং পড়াশোনা স্কটল্যান্ডে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন সামরিক আধিকারিক হিসেবে যোগ দেওয়ার পর ১৭৯৯ সালে বেঙ্গল আর্মির এক ক্যাডেট হিসেবে ভারতে আসেন। দ্রুত তাঁর পদোন্নতি ঘটে। কালক্রমে তিনি এক সিন্ধিয়া রাজসভায় এক এনভয়ের রক্ষীবাহিনীর ক্যাপ্টেন হন। তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় তিনি গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এই যুদ্ধের পর তিনি রাজপুতানার কয়েকটি এলাকায় পলিটিক্যাল এজেন্ট হিসেবে নিযুক্ত হন। তাঁর কাজ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণাধীনে ওই এলাকাটিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করা। এই সময়ই তিনি এই অঞ্চলের উপর তাঁর অধিকাংশ গবেষণার কাজ শেষ করেন। এই গবেষণার ফসল তিনি পরে গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন। টড প্রথমে তাঁর দাপ্তরিক কাজে সফল হয়েছিলেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য সদস্যেরা তাঁর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। পরে তাঁর কাজ সীমাবদ্ধ দেওয়া হয় এবং তাঁর এক্তিয়ারভুক্ত এলাকার সীমাও উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হয়। ১৮২৩ সালে ভগ্নস্বাস্থ্য ও দুর্নামের কারণে টড পলিটিক্যাল এজেন্টের পদ থেকে পদত্যাগ করেন এবং ইংল্যান্ডে ফিরে যান।

ইংল্যান্ডে ফিরে গিয়ে টড ভারতের ইতিহাস ও ভূগোলের উপর একাধিক গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ করেন। এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য তাঁর ভ্রমণকালে সংগৃহীত উপাদানের ভিত্তিতে রচিত অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান। ১৮২৬ সালে তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং সেই বছরই জুলিয়া ক্লাটারবাককে বিবাহ করেন। ১৮৩৫ সালে ৫৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

জীবনী

[সম্পাদনা]

ভারতীয় উপমহাদেশে

[সম্পাদনা]
Painting of Col James Tod with his Jain guru, Yati Gyanchandra. Artist: Ghasi, Rajputana
Etching of Tod fishing in the Banas River in Rajasthan
Painting dated October 1882, showing Tod seated on an elephant. Original inscription: Kaptan Jems Tad Sahab (master), is riding from Udaipur to the Dabok Bungalow. Guru Gyanchandra rides also.

গবেষণা কর্ম

[সম্পাদনা]

জেমস টডের প্রকাশিত গবেষণা কর্মগুলোর তালিকা:

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]