জেমস আর্ল রে
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (ডিসেম্বর ২০১৫) |
জেমস আর্ল রে (মার্চ ১০, ১৯২৮ - এপ্রিল ২৩, ১৯৯৮) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের (civil rights movement) নেতা ডঃ মার্টিন লুথার কিং -এর আততায়ী। তিনি এই অপরাধের জন্য যাবজ্জ্বীবন কারাভোগ করেন।
পরিচ্ছেদসমূহ
মার্টিন লুথার কিং হত্যা[সম্পাদনা]
মার্টিন লুথার কিং আততায়ীর হাতে ১৯৬৮ সালের ৪ এপ্রিল নিহত হন। টেনেসীর মেমফিস নামক জায়গার লরেইন মোটেলের বারান্দায় তিনি গুলিবিদ্ধ হন।
ধৃত ও বিচার[সম্পাদনা]
আর্ল রে লুথার হত্যার দু মাস পর ৮ জুন ১৯৬৮ সালে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে আটক হন। ১০মার্চ ১৯৬৯ সালে তিনি মার্টিন হত্যা শিকার করেন। এবং বিচারে তার ৯৯ বছরের কারাদন্ড হয়।
পলায়ন[সম্পাদনা]
১৯৭৭ সারের ১১ জুন জেমস জেলখানা থেকে ছয় জন কয়েদিকে নিয়ে পলায়ন করেন। এবং ১৩ দিনের মধ্যে পুনরায় ধরা পড়েন।
মৃত্যু[সম্পাদনা]
১৯৯৮ সালের ২৩ এপ্রিল জেমস হেপাটাইটিস সি এর কারনে মৃত্যু বরন করেন।
আরও পড়ুন[সম্পাদনা]
- ম্যাকমিলান, জর্জ, দ্য মেকিং অব এন অ্যাসাসিন
- হিথ্রো, জন, হোয়াই ডিড হি ডু ইট?
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |