জুলকারনাইন জাকারিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলকারনাইন জাকারিয়া
পূর্ণ নাম জুলকারনাইন বিন জাকারিয়া
জন্ম (1982-11-15) ১৫ নভেম্বর ১৯৮২ (বয়স ৪১)
মালয়েশিয়া
ঘরোয়া
বছর লীগ দায়িত্ব
২০১৫– মালয়েশিয়া প্রিমিয়ার লিগ রেফারি
২০১৬– মালয়েশিয়া সুপার লিগ রেফারি

জুলকারনাইন জাকারিয়া (জন্ম: ১৫ নভেম্বর ১৯৮২) হলেন মালয়েশিয়ার একজন পেশাদার ফুটবল রেফারি।[১]

ক্যারিয়ার[সম্পাদনা]

২০১১ সালে, তিনি প্রিমিয়ার লীগ এবং সুপার লিগের বেস কয়েকটি ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ২০১৫ সাল হতে তিনি পেশাদার রেফারির দায়িত্ব পালন করছেন।[২]

২০১৮ সালের ২০শে ফেব্রুয়ারি তারিখে, ইউআইটিএম এফসি এবং সাবাহের মধ্যকার ম্যাচের মাধ্যমে ২০১৫ প্রিমিয়ার লিগে তিনি আত্মপ্রকাশ করেন; উক্ত ম্যাচটি ইউআইটিএম ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zulkarnain Zakaria"। soccerway। ২০ সেপ্টেম্বর ২০১৭। 
  2. "Zulkarnain Zakaria - matches"। soccerway। ২০ সেপ্টেম্বর ২০১৭। 

বহিঃসংযোগ[সম্পাদনা]