জীবনর বাটত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবনর বাটত
লেখকবীণা বরুয়া (বিরিঞ্চি কুমার বরুয়া)
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনসামাজিক উপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৪৪
মিডিয়া ধরনমুদ্রণ

জীবনর বাটত উপন্যাসটির লেখক হচ্ছেন বীণা বরুয়া ৷[১] বীণা বরুয়ার প্রকৃত নামটি হচ্ছে বিরিঞ্চি কুমার বরুয়া৷ জীবনর বাটত উপন্যাসটিকে অসমীয়া সাহিত্যর প্রথমটি সর্বাংগ সুন্দর উপন্যাস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ৷ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৪ সালে৷

কাহিনীর সারাংশ[সম্পাদনা]

চরিত্রসমূহ[সম্পাদনা]

তগর, কমলাকান্ত, ধরনী, সুপ্রভা, মহীকান্ত, আহিনী, ভোগদত্ত মৌজাদার, রায়বাহাদুর মাণিক হাজারিকা, বাপুরাম বরা, দারোগা মাধব মহন্ত, গোলাপ ডাক্টর, সুনদ, নাদুকী ইত্যাদি । এর প্রধান তিনটি চরিত্র - তগর, কমলাকান্ত এবং ধরনী । উপন্যাসটির কাহিনী গঠিত হয়েছে তগরের জীবনের কাহিনীকে নিয়ে এবং তগরকে কেন্দ্র করে কাহিনীর প্রয়োজনে অন্য অন্য চরিত্রসমূহ সৃষ্টি করা হচ্ছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Book Database"। এনাজরী.কম। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯