জিলবাব
ধরন | হিজাব |
---|---|
উপকরণ | লম্বা ও ঢিলেঢালা কাপড় |
উৎপত্তি স্থল | সৌদি আরব (নবি মুহাম্মদ সা.–এর জন্মভূমি হিসেবে) |
প্রবর্তিত | হিজাব হিসেবে |
জিলবাব ( আরবি: جِلْبَاب ) বলতে একধরণের বিশেষ লম্বা ও ঢিলেঢালা জামা বা উপরে পরিহিত পোশাককে বোঝানো হয়, যা পর্দার অংশ হিসেবে মুসলিম নারীরা পরিধান করে থাকে। পরিধানকারীরা বিশ্বাস করেন যে জিলবাব কুরআন নির্দেশিত হিজাবের সংজ্ঞাকে পূর্ণতা দান করে। ইরান ও আফগানিস্তানে ফার্সি-ভাষাভাষীরা জিলবাবকে "চাদর" শব্দেও সম্বোধন করেন। আধুনিক জিলবাব পুরো শরীর জুড়ে বিস্তৃত থাকে। কিছু মহিলা জিলবাব ও নেকাবের সাথে মোজা দিয়ে হাত ও মুখও ঢেকে রাখেন।[১][২]
কুরআন ও হাদিসে জিলবাব
[সম্পাদনা]জিলবাব শব্দের বহুবচন হল জালাবিব, যা কুরআনের ৩৩:৫৯ (সূরা আল-আহযাব) আয়াতে পাওয়া যায়।[৩] সে আয়াতের ইউসুফ আলীর একটি জনপ্রিয় ইংরেজি অনুবাদ হল:
হে নবী! তুমি নিজের স্ত্রী, কন্যা ও মু'মিনদের নারীদের বলে দাও যে, তারা যেন নিজেদের চাদরের ( জিলবাব ) কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় (যখন তারা বাড়ীর বাইরে যায়), এতে তাদের (পর্দাশীল নারী হিসেবে) চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
এটি কুরআন থেকে নিম্নোক্ত যা ব্যাখ্যা করে যে একজন মুসলিম মহিলাকে কীভাবে আচরণ এবং পোশাক পরতে হবে:
Tell the believing men that they shall subdue their eyes (and not stare at the women), and to maintain their chastity. This is purer for them. God is fully Cognizant of everything they do. And tell the believing women to subdue their eyes, and maintain their chastity. They shall not reveal any parts of their bodies, except that which necessarily appears thereof. They shall cover their chests, and shall not relax this code in the presence of other than their husbands, their fathers, the fathers of their husbands, their sons, the sons of their husbands, their brothers, the sons of their brothers, the sons of their sisters, other women, the male servants or employees whose sexual drive has been nullified, or the children who have not reached puberty. They shall not strike their feet when they walk in order to shake and reveal certain details of their bodies. All of you shall repent to God, O you believers, that you may succeed.
— Quran 24:30–31
কুরআনের উপরোক্ত আয়াতের (৩৩:৫৯) উপর মন্তব্যকারী অনেক হাদিসে jilbāb কথা বলা হয়েছে।
Narrated Umm Salamah, Ummul Mu'minin: When the verse "That they should cast their outer garments over their persons" was revealed, the women of Ansar came out as if they had crows over their heads by wearing outer garments.
— Sunan Abi Dawud, Book 33, Number #4090 (Classified as 'Sahih' by Al-Albani)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jilbaab What's Meaning..."।
- ↑ "معنى الجلباب"। www.islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৪।
- ↑ কোরআন: সূরা আহযাব; আয়াত: ৫৯।