জিম্মি (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিম্মি
লেখকআনিসুল হক
প্রচ্ছদ শিল্পীধ্রুব এষ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশকপার্ল পাবলিকেশন্স
প্রকাশনার তারিখ
২০০১
পৃষ্ঠাসংখ্যা৮০

জিম্মি বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হকের লেখা উপন্যাস । উপন্যাসটি প্রকাশিত হয় ২০০১ সালের একুশে বইমেলায় পার্ল পাবলিকেশন্স থেকে । উপন্যাসটিতে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা স্পষ্ট ভাবে উঠে এসেছে । উপন্যাসটির অবলম্বনে মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রটি নির্মিত হয় ।[১]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

জিম্মি একটি বেকার যুবকের গল্প , যার নাম খোরশেদ আলম । সে মানিকপুর জেলার জেলা প্রশাসকের অফিসে এলাকার সকল গূরুত্বপূর্ন মানুষকে জিম্মি করে । সে তার দাবি প্রকাশ করে । কি ছিল তার দাবিতে , সরকার কি তা মেনে নিবে ?

চলচ্চিত্র[সম্পাদনা]

জিম্মি উপন্যাসের অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী মেড ইন বাংলাদেশ নামে চলচ্চিত্র ২০০৬ সালে নির্মান করেন । চলচ্চিত্রে খোরশেদ আলম চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. isbn - 984-495-051-4