জার্নাল অব মলিকিউলার এভোলিউশন
![]() | |
সংক্ষিপ্ত শিরোনাম (আইএসও ৪) | J. Mol. Evol. |
---|---|
পাঠ্য বিষয় | আণবিক বিবর্তন |
ভাষা | বাংলা |
সম্পাদক | মার্টিন ক্রেইটম্যান |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক | |
প্রকাশনার ইতিহাস | ১৯৭১-বর্তমান |
পুনরাবৃত্তি | মাসিক |
১.৮৬৩ (২০১৩) | |
সূচীকরণ | |
আইএসএসএন | ০০২২-২৮৪৪ (মুদ্রণ) ১৪৩২-১৪৩২ (ওয়েব) |
এলসিসিএন | 72626641 |
কোডেন | JMEVAU |
ওসিএলসি নং | 01784021 |
সংযোগ | |
জার্নাল অব মলিকিউলার এভোলিউশন (ইংরেজি: Journal of Molecular Evolution, অনুবাদ 'আণবিক বিবর্তন বিষয়ক গবেষণা পত্রিকা') হচ্ছে সমকক্ষদের দ্বারা পর্যালোচিত (Peer review) এবং জার্মানি থেকে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণা পত্রিকা যা আণবিক বিবর্তন নিয়ে কাজ করে। জার্মানির স্প্রিঙ্গার প্রকাশনা সংস্থা এই গবেষণা পত্রিকাটি প্রকাশ করে এবং ১৯৭১ সালে এটি প্রথম প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতাকালীন সম্পাদক ছিলেন এমিলে সুকারকান্ডল (Emile Zuckerkandl)। তিনি ১৯৯০ সালের শেষ পর্যন্ত এর প্রধান সম্পাদক ছিলেন।[১]
সুকারকান্ডল পুরস্কার[সম্পাদনা]
২০০১ সালে গবেষণা পত্রিকাটির প্রকাশক সেরা গবেষণাপত্রের জন্য এমিলে সুকারকান্ডলের সম্মানে প্রতি বছর সুকারকান্ডল পুরস্কার দেওয়ার নিয়ম চালু করে।[২]