জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর থেকে পুনর্নির্দেশিত)
জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর
অবস্থান
ধউর, তুরাগ, ঢাকা


বাংলাদেশ
তথ্য
ধরনকওমি মাদ্রাসা
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলাম
প্রতিষ্ঠাকাল২২ মে ১৯৯৮; ২৫ বছর আগে (1998-05-22)[১]
প্রতিষ্ঠাতাআল্লামা নূর হুসাইন কাসেমী
মুহতামিমমহিউদ্দিন মাসুম
শিক্ষার্থী সংখ্যা৮০০ জন[১]
অন্তর্ভুক্তি
সর্বশেষ হালনাগাদ: ডিসেম্বর ২০২০

জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর ঢাকার তুরাগে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯৯৮ সালে নূর হুসাইন কাসেমী এটি প্রতিষ্ঠা করেন। মাদরাসাটির কিতাব বিভাগে দাওরায়ে হাদিস (স্নাতক সমমান) ইফতা, দাওয়াহ পর্যন্ত অধ্যায়নের ব্যবস্থা রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৮ সালের ২২ মে প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত নূর হুসাইন কাসেমী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন।[২][৩] পরের বছর মাদ্রাসাটিতে দাওরায়ে হাদিস চালু করা হয়।[১] ২০২০ সালের ১৩ ডিসেম্বর কাসেমী মৃত্যুবরণ করলে তাকে এ মাদ্রাসা সংলগ্ন কবরস্থানেই দাফন করা হয়।[৪][৫]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটির পাঠ্যক্রম দারসে নিজামি অনুসারে তৈরি। এটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার অধীনে দাওরায়ে হাদিস এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে অন্যান্য বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা"কওমিপিডিয়া। ২০১৮-১২-০২। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  2. "হেফাজত মহাসচিব কাসেমী মারা গেছেন"somoynews.tv। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  3. "একনজরে নূর হুসাইন কাসেমীর বর্ণাঢ্য জীবন"জাগোনিউজ২৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  4. "নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০ 
  5. "নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০