জাভা অ্যাপলেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যাপলেট হচ্ছে জাভা (প্রোগ্রামিং ভাষা) দ্বারা লেখা প্রোগ্রাম যা কোন ওয়েবপেজ এ সংযুক্ত করার জন্য লেখা হয়। যদিও অ্যাপলেট কম্পিউটার প্রোগ্রাম, তবুও নিরাপত্তার কারণে অ্যাপলেটের কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। জাভা অ্যাপলেট Mandelbrot_জাভা অ্যাপলেট

সুবিধা[সম্পাদনা]

জাভা অ্যাপলেট-এর নিচের এক বা একাধিক সুবিধা আছে।

  • সহজে অন্যান্য ভিত্তির পরিচালন ব্যবস্থাতে চলে, যা একে ভিত্তি নির্ভরমুক্ত করেছে।
  • একি অ্যাপলেট বিভিন্ন সংস্করণের জাভায় চলতে সক্ষম।
  • বেশিরভাগ ব্রাউজার এই ধরনের অ্যাপলেট চালাতে সক্ষম।

অসুবিধা[সম্পাদনা]

জাভা অ্যাপলেট-এর নিচের এক বা একাধিক অসুবিধা আছে।

বিকল্প[সম্পাদনা]