বিষয়বস্তুতে চলুন

জাপান দূতাবাস, ঢাকা

স্থানাঙ্ক: ২৩°৪৭′৫৬″ উত্তর ৯০°২৫′০৫″ পূর্ব / ২৩.৭৯৯০০০২° উত্তর ৯০.৪১৮১৩১° পূর্ব / 23.7990002; 90.418131
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাপানের দূতাবাস, ঢাকা থেকে পুনর্নির্দেশিত)
জাপান দূতাবাস, ঢাকা
মানচিত্র
স্থানাঙ্ক২৩°৪৭′৫৬″ উত্তর ৯০°২৫′০৫″ পূর্ব / ২৩.৭৯৯০০০২° উত্তর ৯০.৪১৮১৩১° পূর্ব / 23.7990002; 90.418131
অবস্থানঢাকা, বাংলাদেশ
ঠিকানা৫, ৭, দূতাবাস সড়ক, বারিধারা, ঢাকা-১২১২
রাষ্ট্রদূতমাসাতো ওয়াতানাবে
ওয়েবসাইটbd.emb-japan.go.jp

জাপান দূতাবাস, ঢাকা হল বাংলাদেশে অবস্থিত জাপানের কূটনৈতিক মিশন[]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার আগে, জাপান ১৯৫২ সালে আমেরিকান শাসন থেকে স্বাধীনতা লাভের পর, পশ্চিম ও পূর্ব পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ১৯৬১ থেকে ৭০ সাল পর্যন্ত পাকিস্তানের উন্নয়নে জাপান সরকার ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঋণ দিয়েছিল এবং এর প্রায় ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৬১ শতাংশ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল। ১৯৭১ সালে টোকিওর গিঞ্জায় বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়। একই বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় জাপানের কনস্যুলেট জেনারেলকে রাখা হয়েছিল।

১৯৭১ সালের ডিসেম্বরে, জাপান, পাকিস্তান ও ভারতকে বাঙালি নাগরিকদের বিরুদ্ধে তাদের বৈরী সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় এবং সেই কারণে জাপান উভয় দেশকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়। জাপান ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং পরের দিন ঢাকায় জাপান দূতাবাস খোলা হয়। দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত ছিলেন তাকাশি ওয়ামাদা।

চট্টগ্রামে জাপানের সম্মানমূলক কনস্যুলেট জেনারেল

[সম্পাদনা]

চট্টগ্রামে জাপানের সম্মানমূলক কনস্যুলেট জেনারেল হল মূল দূতাবাসের বাইরে জাপানি কূটনীতির একটি বর্ধিত অফিস। ১৯৯০ সাল থেকে এর নেতৃত্বে রয়েছেন সাবেক সাম্মনিক কনসাল এবং বর্তমান সম্মানিক কনসাল জেনারেল মুহম্মদ নূরুল ইসলাম, যিনি ৩ নভেম্বর, ২০১২ তারিখে অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেজ উইথ নেক রিবন লাভ করেন।

জাপানি বেতার

[সম্পাদনা]

সাংস্কৃতিক সংগঠন

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Embassy of Japan in Dhaka, Bangladesh"embassypages.com। embassypages.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]