জাতীয় সংগ্রহালয়, নয়াদিল্লি
| স্থাপিত | ১৫অগস্ট, ১৯৪৯ |
|---|---|
| অবস্থান | জনপথ, নয়াদিল্লি, ভারত |
| স্থানাঙ্ক | ২৮°৩৬′৪৩″ উত্তর ৭৭°১৩′০৯″ পূর্ব / ২৮.৬১১৮১১° উত্তর ৭৭.২১৯২৬২° পূর্ব |
| সংগ্রহের আকার | ২০৬,০০০টি প্রত্নসামগ্রী ও শিল্পদ্রব্য |
| নিকটতম গণপরিবহন সুবিধা | দিল্লি মেট্রো: উদ্যোগ ভবন (হলুদ লাইন) |
| ওয়েবসাইট | www |
জাতীয় সংগ্রহালয় হল ভারতের বৃহত্তম জাদুঘরগুলির অন্যতম। ১৯৪৯ সালে স্থাপিত এই জাদুঘরে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগের বিভিন্ন ধরনের শিল্পসামগ্রী রক্ষিত আছে। জাদুঘরটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এবং নয়াদিল্লিতে জনপথ ও মৌলানা আজাদ রোডের কোণে অবস্থিত।[১] ১৯৪৬ সালে ভারত সরকার কর্তৃক গঠিত গোয়ার কমিটি জাতীয় সংগ্রহালয় গঠনের পরিকল্পনা করেন। বর্তমানে এই জাদুঘরে ৫,০০০ বছরেরও বেশি সময়কালের মধ্যে নির্মিত ২০৬,০০০টি ভারতীয় ও বিদেশী প্রত্নসামগ্রী ও শিল্পদ্রব্য রক্ষিত আছে।[২] প্রতি সোমবার জাদুঘরটি বন্ধ থাকে।
১৯৮৩ সালে জাদুঘরের দোতলায় ন্যাশানাল মিউজিয়াম ইনস্টিটিউট অফ হিস্ট্রি অফ আর্ট, কনসারভেশন অ্যান্ড মিউজিওলজি স্থাপিত হয়। ১৯৮৯ সালে এটি একটি পরিগণিত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। এখানে শিল্পের ইতিহাস, সংরক্ষণ ও মিউজিওলজি বিষয়ে স্নাতকোত্তর ডক্টরেট স্তরের পাঠক্রম চালু রয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About us"। ১৪ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ↑ "Delhi- 100 years as the Capital"। The Hindu। ১ ফেব্রুয়ারি ২০১১। ১৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ↑ "National Museum Institute of History of Art, Conservation and Museology, website"। ২৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ভারতের জাতীয় সংগ্রহালয়
- নয়াদিল্লির ভবন ও স্থাপনা
- দিল্লির সংগ্রহালয়
- ভারতের প্রত্নতাত্ত্বিক জাদুঘর
- ভারতের শিল্প সংগ্রহালয় ও প্রদর্শশালা
- ভারতের অলঙ্করিষ্ণু শিল্প সংগ্রহালয়
- ১৯৪৯-এ প্রতিষ্ঠিত শিল্প সংগ্রহালয়
- জাতীয় সংগ্রহালয়, নয়াদিল্লি
- সংস্কৃতি মন্ত্রক (ভারত সরকার)
- ১৯৪৯-এ প্রতিষ্ঠিত শিল্পকলা জাদুঘর ও গ্যালারি
- ভারতের জাতীয় জাদুঘর
- দিল্লির জাদুঘর
- ১৯৪৯-এ ভারতে প্রতিষ্ঠিত