বিষয়বস্তুতে চলুন

জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ
জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ লোগো
সংস্থার রূপরেখা
গঠিত১৯৯৪; ৩০ বছর আগে (1994)
যার এখতিয়ারভুক্তভারত
সদর দপ্তরব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত
নীতিবাক্যশ্রেষ্ঠত্ব . বিশ্বাসযোগ্যতা . প্রাসঙ্গিকতা
সংস্থা নির্বাহী
  • এস সি শর্মা [], পরিচালক
মূল বিভাগএমএইচআরডি
মূল সংস্থাইউজিসি
ওয়েবসাইটwww.naac.gov.in

জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ বা ন্যাক ভারতের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির (এইচআইআই) মূল্যায়ন ও প্রত্যয়নকারী স্বশাসিত প্রতিষ্ঠান। ভারত সরকারের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর অর্থায়ন করে। ন্যাকের সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬-এর সুপারিশের ভিত্তিতে ১৯৯৪ সালে জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালের এই শিক্ষা নীতিতে "শিক্ষার মান পতনের সমস্যাগুলি সমাধান করতে" পরামর্শ দেয়া হয়। ঐ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি (পিওএ-১৯৯২) ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল স্বতন্ত্র জাতীয় সংস্থা প্রতিষ্ঠা করা।[] ফলাফলস্বরূপ, ১৯৯৪ সালে এনএএসি প্রতিষ্ঠা করা হয় ও বেঙ্গালুরুতে এর সদর দফতর স্থাপন করা হয়।

গ্রেডিং

[সম্পাদনা]

এনএএসিএস ইনস্টিটিউটগুলিকে আটটি-গ্রেডে মূল্যায়ন করে:[]

প্রাতিষ্ঠানিক সিজিপিএর পরিসর লেটার গ্রেড পারফরম্যান্স বর্ণনাকারী
৩.৫১ - ৪.০০ এ++ প্রত্যয়ন
৩.২৬ - ৩.৫০ এ+ প্রত্যয়ন
৩.০১ - ৩.২৫ প্রত্যয়ন
২.৭৬ - ৩.০০ বি++ প্রত্যয়ন
২.৫১ - ২.৭৫ বি+ প্রত্যয়ন
২.০১ - ২.৫০ বি প্রত্যয়ন
১.৫১ - ২.০০ সি প্রত্যয়ন
≤ ১.৫০ ডি প্রত্যায়িত নয়

স্বীকৃতি

[সম্পাদনা]

২ নভেম্বর ২০১৮ (2018-11-02)-এর হিসাব অনুযায়ী, ৫৬৮টি বিশ্ববিদ্যালয় এবং ১১৮১৬টি কলেজকে ন্যাক প্রত্যয়ন প্রদান করে। এর মধ্যে ১৮৫৬টি প্রতিষ্ঠান (২০৬ টি বিশ্ববিদ্যালয় এবং ১৬৫০ টি কলেজ) "এ" গ্রেড পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Director NAAC"। NAAC। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. "Higher Education in India"। Government of India Ministry of Human Resource Development Department of Higher Education। ২০১১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Assessment Outcome"www.naac.gov.in 
  4. "Total Number of Accreditations as on 02/11/2018"। National Assessment and Accreditation Council। ২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]