জাঁজী নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাঁজী নদী
উৎস মোককচাং শহরের উত্তর দিক
 - অবস্থান নাগাল্যান্ড, ভারত
দৈর্ঘ্য ১০৭ কিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: round-এর জন্য অপারেন্ড নেই। মাইল)
প্রবাহ
 - গড় ১,৩৫০ /s (এক্সপ্রেশন ত্রুটি: round-এর জন্য অপারেন্ড নেই। ft³/s)

জাঁজী নদী (ইংরেজি: Jhanji River) হচ্ছ ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর উপনদী। এই নদীটি আসামের যোরহাট এবং শিবসাগর জেলা-এর সীমা নির্ধারণ করেছে। নাগাল্যান্ডর মোককচাং শহরের উত্তর দিকের কোনো এক স্থান থেকে জাঁজী নদীর উৎপত্তি হয়েছে। ১৯১৭ সালের মানচিত্রের মতে, জাঁজী নদীটির দৈর্ঘ্য ১০৭ কি:মি: এবং অববাহিকার আয়তন ১৩৫০ বর্গ কি:মি:।

গতিপথ[সম্পাদনা]

জাঁজী নদীটি নাগাল্যান্ড-এর মোককচাং শহরের কিছু উত্তর থেকে মেলেক নদী নামে শুরু হয়ে উত্তর-পশ্চিমমুখী হয়ে ১২ কি:মি: এসে উত্তর-পূর্বমুখী হয়। তারপরে মেলেক নদীটি ১৬ কি:মি: এসে মেনুং নামের একটি নদীর সাথে মিশে মেলেক নদীটি জাঁজী নাম নেয়। জাঁজী নদী যোরহাট এবং শিবসাগর জেলার সীমা দিয়ে বয়ে এসে শিমলুগুড়ি থেকে উত্তরমুখী হয়ে ৪ কি:মি: এসে আমগুড়ি রেলপথ পার হয়। আমগুড়ি থেকে উত্তর-পশ্চিমমুখী হয়ে বয়ে এসে জাঁজী নামের স্থানে ৩৭ নং জাতীয় সড়ক পার হয়। তারপর বহুপথ যায় এবং ছোট নদীর সাথে মিশে ধনতোলা পায়। তারপর ৫ কি:মি: ভাটিতে বনাই পায়, বনাই থেকে ৭ কি:মি: ভাটিতে চীনাতলির ন-জাঁজীর কাছে নদীটির ঠেক হয় এবং ৫ কি:মি: এসে কুমার গাঁওয়ে মিটং-মরি জাঁজী নদীর সাথে সাথে মিশে জাঁজীমুখে ব্রহ্মপুত্র-এর সাথে মেশে।

তথ্যসূত্র[সম্পাদনা]

টেমপ্লেট:আসামের নদীসমূহ