জসীম পল্লী মেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জসীম পল্লীমেলা
প্রধান ফটক, জসীম পল্লীমেলা ২০২৩
প্রতিষ্ঠিত১৯৮৮ [১][২][৩]
প্রতিষ্ঠাতাফরিদপুর সাহিত্য পরিষদ [১][২][৪]
প্রতিষ্ঠার উদ্দেশ্যপল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতি ধারণ এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার।
ধরনসাংস্কৃতিক
স্থানঅম্বিকাপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর [১][২][৫]
পুনরাবৃত্তির হারবাৎসরিক
মেলা শুরুজানুয়ারী/ফেব্রুয়ারি[৬] [১][২][৭]
ব্যাপ্তি১৯-২১ দিন[৮][৯][১০]
আকর্ষণপল্লীগান, নাটক, কবিতা ও নাচ

জসীম পল্লীমেলা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।[১১] পল্লীকবি জসীম উদ্‌দীনের স্মরণে ১৯৮৮ সাল থেকে প্রতি বছর তার জন্মস্থান ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর কুমার নদের পাড়ে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত হয়।[১২][১৩][১৪][১৫] সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি কবি জসীম উদ্‌দীনের জন্মদিনে এ মেলা আয়োজন করা হয়।[১৬] জসীম পল্লীমেলার মূল আকর্ষণ হলো কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক, এবং পল্লীগানের প্রতিযোগিতা।

ইতিহাস[সম্পাদনা]

১৯৮৮ সালের ১ জানুয়ারী, পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে প্রথম জসীম মেলা অনুষ্ঠিত হয়।[১][২][১৭] তখন মেলার ব্যাপ্তিকাল ছিল মাত্র তিন দিন।[১] পরবর্তীতে মেলার সময়কাল বৃদ্ধি করে সাত, পনেরো এবং এক মাস করা হয়। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে এর গুরুত্ব বৃদ্ধি পায়।[২][১] পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন মেলার আয়োজনে ভূমিকা রাখতে শুরু করে। ২০২৩ সালের জানুয়ারীতে ২১ দিনব্যাপী জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়।[১৮] মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক, স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যের স্টল, বিভিন্ন খাবারের স্টল এবং আরও অনেক আকর্ষণীয় দিক থাকে।

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফরিদপুরে জসীম পল্লী মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি"সময় টিভি। ৩১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু"banglanews24.com। ২০২৩-০১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  3. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  4. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  5. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  6. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  7. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  8. "ফরিদপুরে শুরু হচ্ছে ২১দিনব্যাপী জসীম পল্লী মেলা"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  9. "কুমার নদের পাড়ে শুরু হলো জসীম পল্লী মেলা"সময় টিভি। ২ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  10. "ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসিম পল্লীমেলা শুরু"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  11. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  12. "ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসিম পল্লীমেলা শুরু"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  13. "ফরিদপুরে জসীম পল্লী মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি"সময় টিভি। ৩১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  14. "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু"banglanews24.com। ২০২৩-০১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  15. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  16. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  17. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  18. "ফরিদপুরে শুরু হচ্ছে ২১দিনব্যাপী জসীম পল্লী মেলা"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩