জলে জঙ্গলে
| জলে জঙ্গলে | |
|---|---|
পোস্টার | |
| পরিচালক | নিতিশ রায় |
| প্রযোজক | সুরজিত দাস কল্লোল দাস রঞ্জন ভট্টাচার্য (এক্সিকিউটিভ প্রোডিউসার) |
| রচয়িতা | নিতিশ রায় দেবদিত্য দত্ত |
| শ্রেষ্ঠাংশে | মিঠুন চক্রবর্তী জ্যাকি শ্রফ আশিষ বিদ্যার্থী টিনু আনন্দ সায়ন্তনী গুহঠাকুরতা[১] |
| সুরকার | জিৎ গাঙ্গুলী |
| চিত্রগ্রাহক | বাদল সরকার |
| সম্পাদক | রবি রঞ্জন মৈত্র |
| প্রযোজনা কোম্পানি | প্রিন্সেস আর্ট প্রোডাকশন |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৪৫ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
জলে জঙ্গলে হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র যেটি নিতিশ রায় পরিচালনা করেন, চলচ্চিত্রটি একটি সায়েন্স-ফিকশন থ্রিলার এবং ইংরেজি চলচ্চিত্র 'ক্রোকোডাইল টুঃ ডেথ সোয়াম্প' এর অনুকরণে নির্মিত।[২]
মিঠুন চক্রবর্তী এক 'পাগল' বিজ্ঞানী ।তিনি কুমিরকে প্রফেশনাল প্রাণীর কাছে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ বছর আগের কুমিরের মস্তিষ্ক প্রসারিত করার চেষ্টা করছেন। জ্যাকি শ্রফ তার প্রতিদ্বন্দ্বী । যিনি নিজের পার্কের জন্য বিপজ্জনক কুমিরের নিয়ন্ত্রণ নিতে চায়।
চলচ্চিত্রটির কয়েকটি দৃশ্য পশ্চিম মেদিনীপুরের প্রয়াগ ফিল্ম সিটিতে গ্রহণ করা হয়, এবং ২০১২ এর শুরুতে সম্পূর্ণ হয়ে যায়,[৩][৪][৫] অবশেষে ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মুক্তি পায়।
কাহিনী
[সম্পাদনা]এই ছবিটি এক পাগল বিজ্ঞানী (মিঠুন) দ্বারা পরিচালিত একটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি , যিনি একটি সুন্দর কুমির নিয়ে আসেন। ডলফিনের মতো, এই কুমিরের বুদ্ধিমত্তা প্রতিস্থাপিত হয়েছিল ।সেই মুহুর্তে, একজন প্রবাসী (জ্যাকি) এই প্রকল্পটি দেখেন। তিনি তার নিজের জুরাসিক পার্ক নির্মাণ করতে চান এবং এই কুমিরের উপর নিয়ন্ত্রণ পেতে চান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "KOLKATA Edition Page: 7 - sangbadnazar Patrika epaper"। sangbadnazar online epaper, kolkata edition। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Tolly's tryst with a croc"। The Times of India। ৪ ডিসেম্বর ২০১১। ২৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২।
- ↑ "No small wonder"। The Telegraph (Calcutta)। ৫ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Fun unlimited at 'Jole Jongole' sets"। The Times of India। ১২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬।
- ↑ http://indianexpress.com/article/entertainment/entertainment-others/film-city-in-west-bengal-to-be-ready-this-year/