জর্ন স্লথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্ন স্লথ
সিনিয়র বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ, ২০১৬
দেশডেনমার্ক
জন্ম (1944-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৪৪ (বয়স ৭৯)
থাই, ডেনমার্ক
খেতাব
আইসিসিএফ বিশ্ব চ্যাম্পিয়ন১৯৭৫-৮০
ফিদে রেটিং২২৯৬ (অক্টোবর ২০২০)[১]
সর্বোচ্চ রেটিং২৪০০ (জানুয়ারি ১৯৭৯)[২]

জর্ন স্লথ (জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৪৪, থাই, ডেনমার্ক) একজন ডেনীয় দাবাড়ু, যিনি ফিদে মাস্টার এবং করেসপন্ডেন্স দাবা গ্র্যান্ডমাস্টারের খেতাব ধারণ করেন। তিনি ছিলেন অষ্টম আইসিসিএফ বিশ্ব চ্যাম্পিয়ন, ১৯৭৫-৮০।

১৯৬৪ সালে তিনি রব হার্টচের সাথে ২০ বছরের কম বয়সী ইউরোপীয় খেলোয়াড়দের জন্য নেইমার টুর্নামেন্ট জিতেছিলেন।

স্লথ অল্প বয়সে করেসপন্ডেন্স দাবা খেলা শুরু করেন। তিনি ১৯৭৩ সালে আইএমসি খেতাব এবং ১৯৭৮ সালে জিএমসি খেতাব অর্জন করেন। তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড়, যিনি করেসপন্ডেন্স বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা জিতেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sloth, Jorn"FIDE.com। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  2. "Sloth, Jorn"OlimpBase.org। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]