বিষয়বস্তুতে চলুন

জর্ডানে সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জর্দানে সময় থেকে পুনর্নির্দেশিত)
জর্ডানে ঘড়ি

জর্দানে সময় আরব মান সময় (AST) (ইউটিসি+২) দ্বারা প্রদান করা হয়, এবং দিবালোক সংরক্ষণ সময় পালনের সময় এটি ১ ঘণ্টা এগিয়ে (ইউটিসি+০৩:০০) থাকে। দিবালোক সংরক্ষণের সময় সাধারণত ২৬ শে মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে থাকা শুক্রবারে শুরু হয় এবং অক্টোবরের শেষ শুক্রবারে শেষ হয়। ২০০৬-এর আগে এইগুলিতে কিছু তারতম্য ছিল। ২০১২-১৩ এর শীতে, এখানে স্থায়ী গ্রীষ্মকালীন সময় ছিল (ইউটিসি ০৩:০০) ছিল, তবে ডিসেম্বর ২০১৩-এ তা ফেরত নেয়া হয়। ২০২২ সালের অক্টোবরে, দিবালোক সংরক্ষণের সময় স্থায়ীভাবে বিলুপ্ত করা হয়। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Daylight saving time will be throughout the year in Jordan: government"en.royanews.tv (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৩