জর্জ গ্রেগরি বার্কলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জর্জ গ্রেগরি বার্কলে (২৯ আগস্ট ১৯০২ - ২ জানুয়ারী ১৯৯১) মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন ভাইস অ্যাডমিরাল এবং চিকিৎসক ছিলেন, এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন রাষ্ট্রপতির সময়কালে দায়িত্ব পালন করেন।[১][২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

বার্কলি পেনসিলভানিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন, এবং পিটসবার্গ বিশ্ববিদ্যালয় ও 'ইউনিভার্সিটি অফ পিটসবার্গ স্কুল অফ মেডিসিন' থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩] পিটসবার্গে ফিরে আসার আগে তিনি ১৯২৯ থেকে ১৯৩২ সাল পর্যন্ত রচেস্টার, মিনেসোটার মায়ো ক্লিনিকে চিকিৎসাবিদ্যা অনুশীলনের পাশাপাশি 'ইউনিভার্সিটি অফ পিটসবার্গ স্কুল অফ মেডিসিন' এ শিক্ষকতা করেন; এছাড়াও হৃদঅন্তররোগ চিকিৎসায় তার বিশেষত্ব ছিল।[৩]

বার্কলে ১৯৪১ সালে লেফটেন্যান্ট কমান্ডার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দায়িত্ব পালন করেন।[৩] পরবর্তীতে, তাকে বিভিন্ন নৌবাহিনীর হাসপাতালে নিয়োগ দেওয়া হয় এবং ১৯৫৭ সালে ওয়াশিংটন, ডিসিতে নৌবাহিনীর ডিসপেনসারির কমান্ডার হন।[৩]

পরবর্তী জীবন ও মৃত্যু[সম্পাদনা]

অবসর গ্রহণের পর, বার্কলি মেরিল্যান্ডের চেভি চেজে থাকতেন। তিনি ১৯৭০ সালে পেনসিলভেনিয়ার ব্লেয়ারসভিলে চলে আসেন, তারপর ১৯৭৫ সালে তার স্ত্রী, প্রাক্তন ইসাবেল উইনবার্নের মৃত্যুর দুই বছর পর লস অ্যাঞ্জেলেসে চলে আসেন।[৩]

২ জানুয়ারী ১৯৯১, বার্কলে লস অ্যাঞ্জেলেসের একটি নার্সিং হোমে নিউমোনিয়ায় মারা যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Adm. George Burkley Dies at 88; Was Doctor for Three Presidents"The New York Times। জানুয়ারি ৫, ১৯৯১। জানুয়ারি ২১, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০২৩ 
  2. Archives, L. A. Times (জানুয়ারি ৭, ১৯৯১)। "George Burkley; Doctor Served 3 Presidents"Los Angeles Times 
  3. "GEORGE G. BURKLEY, 88, DIES"The Washington Post। জানুয়ারি ৪, ১৯৯১। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০২৩