জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ
অবয়ব
জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ (ফরাসি: Georges-Louis Leclerc, Comte de Buffon) (৭ই সেপ্টেম্বর, ১৭০৭ - ১৬ই এপ্রিল, ১৭৮৮) একজন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং লেখক। বুফোঁর চিন্তাধারা পরবর্তী দুই প্রজন্মের প্রকৃতিবিদদের প্রভাবিত করেছিল যাদের মধ্যে আছেন জঁ-বাতিস্ত লামার্ক এবং চার্লস ডারউইন। ডারউইন স্বয়ং তার অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থের ষষ্ঠ সংস্করণের ভূমিকায় উল্লেখ করেছেন যে, এরিস্টটল প্রাকৃতিক নির্বাচনের ধারণাটি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করলেও আধুনিককালে এ বিষয়ে নির্দিষ্ট চেতনার সাথে প্রথম কথা বলেছেন বুফোঁ। বুফোঁ তার গ্রন্থে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের ধারণা সম্বন্ধে অনেক কিছু লিখেছিলেন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Buffon the Enlightenment sensation" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০০৯ তারিখে; টিএলএস এর একটি প্রবন্ধ। লিখেছেন ম্যাথিউ কব
- ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ", ম্যাকটিউটর গণিতের ইতিহাস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় ।
পক্ষীবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |