জর্জো নাপোলিতানো
জর্জো নাপোলিতানো | |
---|---|
১১শ ইতালির রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ মে, ২০০৬ | |
প্রধানমন্ত্রী | রোমানো প্রোদি সিলভিও বেরলুসকোনি মারিও মন্টি |
পূর্বসূরী | কার্লো আজেলিও চিয়াম্পি |
স্বরাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৭ মে, ১৯৯৬ – ২১ অক্টোবর, ১৯৯৮ | |
প্রধানমন্ত্রী | রোমানো প্রোদি |
পূর্বসূরী | গিওভেন্নি রিনালদো করোনাস |
উত্তরসূরী | রোজা রুসো আয়েরভলিনো |
প্রতিনিধি পরিষদের সভাপতি | |
কাজের মেয়াদ ৩ জুন, ১৯৯২ – ১৪ এপ্রিল, ১৯৯৪ | |
রাষ্ট্রপতি | অস্কার লুইগি স্কালফারো |
পূর্বসূরী | অস্কার লুইগি স্কালফারো |
উত্তরসূরী | ইরিন পিভেত্তি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৯ জুন ১৯২৫ নাপোলি, ইতালি |
মৃত্যু | ২২ সেপ্টেম্বর ২০২৩ রোম, ইতালি | (বয়স ৯৮)
রাজনৈতিক দল | নিরপেক্ষ (২০০৬ থেকে) |
অন্যান্য রাজনৈতিক দল | ডেমোক্র্যাটস অব দ্য লেফট (১৯৯৮-২০০৬) ডেমোক্র্যাটিক অব দ্য লেফট (১৯৯১-১৯৯৮) ইতালীয় কমিউনিস্ট পার্টি (১৯৪৫-১৯৯১) |
দাম্পত্য সঙ্গী | ক্লিও মারিয়া বিত্তোনি |
সন্তান | জিওলিও জিওভেন্নি |
বাসস্থান | কুইরিনাল প্যালেস, রোম |
প্রাক্তন শিক্ষার্থী | দ্বিতীয় নেপলস ফেদেরিকো বিশ্ববিদ্যালয় |
স্বাক্ষর |
জর্জো নেপোলিতাইনো (ইতালীয় উচ্চারণ: [ˈdʒordʒo napoliˈtaːno]; ইতালীয়: Giorgio Napolitano; ২৯ জুন ১৯২৫–২২ সেপ্টেম্বর ২০২৩) ইতালির নেপলসে জন্মগ্রহণকারী বিশিষ্ট রাজনীতিবিদ। মধ্য-বামপন্থী জোটের প্রার্থী ও ইতালীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন রয়েছেন। ২০০৬ সালে চতুর্থ দফার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতিরূপে প্রথমবারের মতো নির্বাচিত হন। নির্বাচিত হবার জন্য তার প্রয়োজন ছিল ৫০৫ ভোট; কিন্তু প্রতিনিধি পরিষদের সদস্যদের ১০০৯ ভোটের মধ্য থেকে তিনি ৫৪৩ ভোট পেয়েছিলেন। ইতালীয় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী রোমানো প্রোদি’র নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোটের সদস্যদের কাছ থেকেই অধিকাংশ সমর্থন পেয়েছেন। সাবেক রাষ্ট্রপ্রধান কার্লো আজেলিও চিয়াম্পি’র কাছ থেকে নাপোলিতানো রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জর্জো নাপোলিতানো নেপলসে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে দ্বিতীয় নেপলস ফেদেরিকো বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন ডিগ্রী লাভ করেন। ইতালির ফ্যাসিবাদে অংশগ্রহণের জন্য ’জোভেন্তু ইউনিভার্সিতারিয়া ফ্যাসিস্টা’ নামের স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট যুব সংগঠনের সদস্য হয়েছিলেন তিনি।[১][২] পরবর্তীকালে তিনি এ বিষয়ে বলেন যে, সংগঠনটি গড়ে উঠেছিল মূলত ফ্যাসিবাদ-বিরোধী বুদ্ধিবৃত্তিক সম্পদকে লুকিয়ে রাখার হাত থেকে রক্ষাকল্পে।[৩]
উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে থিয়েটারের ভক্ত-অনুরাগী ছিলেন নাপোলিতানো। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি থিয়েটার পর্যালোচনাকারী সাপ্তাহিক সাময়িকী নবম ম্যাগিওতে লিখতেন। মাঝে-মধ্যে জোভেন্তু ইউনিভার্সিতারিয়া ফ্যাসিস্টা কর্তৃক নাটকে স্বলসময়ের জন্য অংশগ্রহণ করতেন। নেপলসের টিত্রো মার্কাদান্তে এলাকায় সালভেতোর ডি গিয়াকোমো’র কমেডি নাটকে অভিনয় করেন। শুরুর দিকে তিনি অভিনেতা হবার স্বপ্ন দেখতেন। সেজন্যে তিনি টিত্রো মার্কাদান্তে এলাকায় বেশ কয়েকটি প্রোডাকশনে অভিনয়ও করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূমিকা
[সম্পাদনা]১৯৪৩ থেকে ১৯৪৫ মেয়াদকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে নাজি জার্মানি কর্তৃক ইতালীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নামের একটি পুতুল রাজ্য গঠিত হয়। নাপোলিতানো ও তার বন্ধুরা ইতালীয় পুণর্জাগরণ আন্দোলনে সম্পৃক্ত থেকে জার্মানি ও ইতালীয় ফ্যাসিবাদী বাহিনীর বিরুদ্ধে অনেকবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন।[৪] তন্মধ্যে, নবম ম্যাগিও সাময়িকীর কার্যালয় দখল করে কার্ল মার্কসের ছদ্মাবরণে বিভিন্ন নিবন্ধ প্রকাশ করে অনেকগুলো দলের মাঝে বিতরণের ব্যবস্থা করতেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ইতালির কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সদস্য ছিলেন জর্জো নাপোলিতানো। পরবর্তীকালে ডেমোক্র্যাটস অব দ্য লেফট দলের সদস্যরূপে ১৯৯২-১৯৯৪ মেয়াদে প্রতিনিধি পরিষদের সভাপতি এবং ১১৯৬-১৯৯৮ মেয়াদকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে আজীবন সিনেটর হিসেবে মনোনীত হন। এরই ধারাবাহিকতায় ১০ মে, ২০০৬ তারিখে ইতালির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। কিন্তু, সাবেক রাষ্ট্রপ্রধান কার্লো আজেলিও চিয়াম্পি’র মেয়াদকাল শেষ হবার পর ১৫ মে, ২০০৬ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তিনিই হচ্ছেন ইতালির প্রথম রাষ্ট্রপতি, যিনি ইতালীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং প্রথমবারের মতো দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হয়েছেন।
সম্মাননা
[সম্পাদনা]- নাইট গ্র্যান্ড ক্রস অর্ডার অব মেরিট অব দি ইতালীয় রিপাবলিক
- নাইট উইদ কলার অর্ডার অব পিওস নাইন
- ড্যান ডেভিড প্রাইজ (২০১০)[৫]
- অস্ট্রিয়া: গ্র্যান্ড স্টার (২০০৭)[৬]
- পোল্যান্ড : অর্ডার অব দ্য হোয়াইট ঈগল (২০১২)
- রোমানিয়া : স্যাশ অব দি অর্ডার অব দ্য স্টার অব রোমানিয়া (২০১১)
- স্লোভাকিয়া : গ্র্যান্ড ক্রস (বা ১ম শ্রেণী) অব দি অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (২০০৭)[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mirella Serri (২০০৫)। I redenti। Corbaccio।
- ↑ Simone Duranti (২০০৮)। Lo spirito gregario I gruppi universitari fascisti tra politica e propaganda (1930-1940)। Donzelli।
- ↑ Napolitano, Giorgio (২০০৫)। Dal Pci al socialismo europeo. Un'autobiografia politica (Italian ভাষায়)। Laterza। আইএসবিএন 88-420-7715-1।
- ↑ Graziani, Nicola। "Quirinale: Giorgio Napolitano, il compagno gentiluomo" (Italian ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০০৬। [অকার্যকর সংযোগ]
- ↑ "Giorgio Napolitano"। Dan David Prize। ৩০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১১।
- ↑ "Reply to a parliamentary question about the Decoration of Honour" (pdf) (German ভাষায়)। পৃষ্ঠা 1923। সংগ্রহের তারিখ ২০১৩-০১-১৩।
- ↑ Slovak republic website, State honours ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ এপ্রিল ২০১৬ তারিখে : 1st Class in 2007 (click on "Holders of the Order of the 1st Class White Double Cross" to see the holders' table)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- BBC News (১০ মে ২০০৬)। "Napolitano elected Italy's leader"। সংগ্রহের তারিখ ১০ মে ২০০৬।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী অস্কার লুইগি স্কালফারো |
প্রতিনিধি পরিষদের সভাপতি ১৯৯২-১৯৯৪ |
উত্তরসূরী ইরিন পিভেত্তি |
পূর্বসূরী গিওভেন্নি রিনালদো করোনাস |
স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯৬-১৯৯৮ |
উত্তরসূরী রোজা রুসো আয়েরভলিনো |
পূর্বসূরী কার্লো আজেলিও চিয়াম্পি |
ইতালির রাষ্ট্রপতি ২০০৬-বর্তমান |
নির্ধারিত হয়নি |
অর্ডার অব প্রেসিডেন্স | ||
প্রথম | অর্ডার অব প্রেসেডেন্স অব ইতালি রাষ্ট্রপতিরূপে |
উত্তরসূরী পিয়েত্রো গ্রাসো সিনেটের সভাপতি হিসেবে |
অ্যাকাডেমিক অফিস | ||
পূর্বসূরী আঙ্গেলা মের্কেল |
কলেজ অব ইউরোপের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তা ২০১১ |
উত্তরসূরী হেলে থর্নিং-স্মিত |