সিলভিও বেরলুসকোনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলভিও বের্লুস্কোনি

সিলভিও বের্লুস্কোনি (ইতালীয় উচ্চারণ: [ˈsilvjo berluˈskoːni] (শুনুন); জন্ম: ২৯শে সেপ্টেম্বর, ১৯৩৬ - মৃত্যু: ১২ জুন ২০২৩) একজন সাবেক ইতালীয় রাজনীতিবিদ, শিল্প উদ্যোক্তা এবং মিডিয়া মালিক। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। এর আগেও দুই দুইবার তিনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীত্ব থেকে ১৬ নভেম্বর, ২০১১ সালে পদত্যাগ করেন।[১] এর প্রধান কারণ ছিল ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থতা যা ইউরোপীয় ঋণ সঙ্কটের সাথে সংশ্লিষ্ট। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তিনি দলীয় প্রধান হিসেবে ২০১৩ সালের নির্বাচনে অংশ নিবেন ও পুনরায় প্রধানমন্ত্রীরূপে ইতালীর সরকার প্রধান হবেন।[২]

২৬ অক্টোবর, ২০১২ সালে বের্লুস্কোনি ইতালির মিলানের একটি আদালতে কর ফাঁকিজনিত কারণে চার বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।[৩] [৪] তবে, তিনি স্বাধীনভাবে চলাফেরা করছেন এবং আশা করা যাচ্ছে যে, এর বিরুদ্ধে তিনি আবেদন করবেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Italy crisis: Silvio Berlusconi resigns as PM"। ২৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২  BBC News 12 November 2011.
  2. "Berlo plans comeback as PM in 2013"। ১২ জুলাই ২০১২। ২০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২ 
  3. "Silvio Berlusconi sentenced to four years in prison for tax fraud"। সংগ্রহের তারিখ 26-10-2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. http://www.huffingtonpost.co.uk/2012/10/26/silvio-berlusconi-sentenced-to-four-years-in-prison_n_2023142.html
  5. http://www.bbc.co.uk/news/world-europe-20102215

বহিঃসংযোগ[সম্পাদনা]