জয় ভদ্র হাগজের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয় ভদ্র হাগজের
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৪-০৪-০২)২ এপ্রিল ১৯১৪
হাফলং এর কাছে ননাদিসা
মৃত্যু১৬ জুলাই ১৯৭৩(1973-07-16) (বয়স ৫৯)
শিলং, শিলং
জাতীয়তাভারতীয়
দাম্পত্য সঙ্গীNirupama Hagjer
পেশাPolitician, Writer,MP,MLA, Cabinet Minister for Tribal Areas and Development, Minorities and Culture, Govt. of Assam

জয় ভদ্র হাগজের (১৯১৪-১৯৭৩) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন।[১] আসাম বিধানসভায় তিনি অনেক পোর্টফোলিও অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুর সময়, ১৮ জুলাই ১৯৭৩ তারিখে তিনি অবিভক্ত আসামের ভেটেরিনারি, জেল এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি আদিবাসী ডিমাসা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি বোড়ো সাহিত্য সভার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সম্মানিত হন।[২] এবং রাজ্যে তার নামে কিছু কলেজ রয়েছে।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

জয় ভাদ্র হাগজের জন্ম হাফলংয়ের কাছে অবস্থিত ছোট ছোট ছোট গ্রামে। তিনি সিলেটের মুরারী চাঁদ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Proceedings, Meghalaya Legislative Assembly"। ২৩ জুলাই ১৯৭৩। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৬ 
  2. Bodo Sahitya Sabha